Ovijatra
ঢাকাFriday , 8 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

যৌন শ্লীলতাহানির অভিযোগে  নিষিদ্ধ  পাকিস্তানি ব্যাটার হায়দার আলি

Link Copied!

যৌন শ্লীলতাহানির অভিযোগে আলোচনায় এসেছেন পাকিস্তানের উদীয়মান ব্যাটার হায়দার আলি। ইংল্যান্ড সফর চলাকালীন তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠায় তদন্ত শুরু করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সম্প্রতি পাকিস্তান শাহীন্সের হয়ে ইংল্যান্ড সফরে অংশ নেন হায়দার। সফরে তিনটি ওয়ানডে ও দুটি তিনদিনের ম্যাচ খেলেন তিনি। ওয়ানডে সিরিজ পাকিস্তান শাহীন্স ২-১ ব্যবধানে জিতে নেয়, তবে দুইটি টেস্ট ম্যাচই ড্র হয়।

ক্রিকবাজের তথ্য অনুযায়ী, হায়দারের বিরুদ্ধে অভিযোগটি যৌন শ্লীলতাহানির। যদিও তাকে গ্রেপ্তার করা হয়নি, তবে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল বলে নিশ্চিত করেছে ম্যানচেস্টার পুলিশ।

এ বিষয়ে পিসিবি এক বিবৃতিতে জানায়, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত এবং তদন্ত চলাকালে হায়দার আলিকে পূর্ণ আইনি সহায়তা প্রদান করা হবে। যুক্তরাজ্যের আইনি প্রক্রিয়ার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হায়দার আলিকে সাময়িকভাবে ক্রিকেট কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।”

পিসিবি আরও জানিয়েছে, “তদন্তের পর সত্য উদঘাটিত হলে আচরণবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে হায়দারের আইনি অধিকারও নিশ্চিত করা হবে।”

উল্লেখ্য, জাতীয় দলের হয়ে হায়দার আলি এখন পর্যন্ত দুটি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২২-২৩ মৌসুমে সিলেট স্ট্রাইকার্সের হয়ে এবং সর্বশেষ আসরে চিটাগং কিংসের হয়ে অংশ নেন তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।