পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। চলমান আসরে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দলে জায়গা পাচ্ছেন তিনি।
আফগান পেসার ফজলহক ফারুকি জাতীয় দলের দায়িত্বে যোগ দিতে সিপিএল ছেড়ে যাচ্ছেন। তার পরিবর্তন হিসেবেই দলে ভিড়িয়েছে রিজওয়ানকে। আগামী ২৯ আগস্ট থেকে আফগানিস্তান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজ।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দলে ইতিমধ্যে আছেন পাকিস্তানের দুই পেসার নাসিম শাহ ও আব্বাস আফ্রিদি। অন্যদিকে চলমান আসরে আরও খেলছেন পাকিস্তানি তারকা ক্রিকেটার ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির ও সালমান ইরশাদ। এ ছাড়া অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস দলে খেলার সম্ভাবনা রয়েছে লেগ স্পিনার উসামা মিরের।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৮৬ ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ৬৯টি অর্ধশতকে ৮৪২১ রান করেছেন রিজওয়ান।
ছয় দলের টুর্নামেন্টে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস এখন পর্যন্ত ৪ ম্যাচে ১ জয় ও ৩ হারে ২ পয়েন্ট সংগ্রহ করেছে। বর্তমানে তারা পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে।
