Ovijatra
ঢাকাWednesday , 27 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

তিন মাসের জন্য মাঠের বাইরে কিউই ফাস্ট বোলার

Link Copied!

নিউজিল্যান্ড ক্রিকেট দলে একের পর এক ইনজুরির ঝড় বইছে। পিঠের ইনজুরির কারণে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে ফাস্ট বোলার উইল ও’রুর্ককে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বোলিংয়ের সময় ইনজুরিতে পড়েন ২৪ বছর বয়সী এই পেসার। পুনর্বাসনের জন্য দেশে ফেরার পর স্ক্যান রিপোর্টে তার ইনজুরির মাত্রা ধরা পড়ে।

নিউজিল্যান্ডের হেড কোচ রব ওয়াল্টার বলেন, “এই মুহূর্তে আমরা সবাই উইলের অনুপস্থিতি অনুভব করছি। একইসাথে তার দ্রুত সুস্থতা কামনা করছি।”

ফলে অক্টোবরের শুরুতে অস্ট্রেলিয়া, একই মাসে ইংল্যান্ড এবং নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজ মিস করবেন ও’রুর্ক।

শুধু ও’রুর্ক নন, অলরাউন্ডার গ্লেন ফিলিপসও উরুর ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেছেন। একই ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফরেও ছিলেন অনুপস্থিত। এছাড়া ওপেনার ফিন এ্যালেন ডান পায়ের অস্ত্রোপচারের কারণে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকবেন।

এই পরিস্থিতিতে হতাশা প্রকাশ করে ওয়াল্টার বলেন, “গ্লেন ও ফিনের সার্ভিস না পাওয়াটা সত্যিই হতাশার। সাম্প্রতিক সময়ে আমাদের টি২০ দলে ব্যাটিং বিভাগে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

এদিকে সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট শেষে দেশে ফিরেছেন। যদিও তিনি সামান্য গ্রোয়েন ইনজুরিতে ভুগছেন। এছাড়া পেটে অস্ত্রোপচারের কারণে স্পিনিং অলরাউন্ডার ওয়াল্টারকে পুরোপুরি সুস্থ হতে আরও মাসখানেক সময় লাগবে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ শুরুর আগেই তার ফিরে আসার আশা করছে নিউজিল্যান্ড শিবির।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।