Ovijatra
ঢাকাWednesday , 27 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

আবারো নেপালকে হারাল বাংলাদেশ, প্রীতির দুর্দান্ত হ্যাটট্রিক

Link Copied!

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে বাংলাদেশ। ভূটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিরতি লেগে নেপালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের মেয়েরা। দলের জয় নিশ্চিত করতে হ্যাটট্রিক করেছেন সুরভী আকন্দ প্রীতি।

বাংলাদেশ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা প্রদর্শন করে। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায় তারা। ৩৯ মিনিটে থুইনু মার্মার দূরপাল্লার শটে প্রথম গোল পায় বাংলাদেশ (১-০)। এরপর ইনজুরি টাইমে বাঁ-পায়ের দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন প্রীতি (২-০)। তবে বিরতির ঠিক আগে নেপালের অধিনায়ক ভূমিকা বুদাথোকি একটি গোল শোধ দেন (২-১)।

দ্বিতীয়ার্ধে আবারো দাপট দেখায় বাংলাদেশ। ৭১ মিনিটে মামনি চাকমার কর্নার থেকে বল পেয়ে গোল করেন প্রীতি (৩-১)। ৮৭ মিনিটে পুর্নিমা মার্মার ক্রস থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি (৪-১)। ফলে নির্ধারিত সময়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। সমান ম্যাচ খেলে নেপালের সংগ্রহ মাত্র ৩ পয়েন্ট। শীর্ষে থাকা ভারত এখন পর্যন্ত তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করেছে।

টুর্নামেন্টে আগের ম্যাচগুলোতে বাংলাদেশ ভূটানকে ৩-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল। তবে দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরে যায়। পরে নেপালকে ৩-০ গোলে হারিয়ে আবারো জয়ের ধারায় ফেরে লাল-সবুজের প্রতিনিধিরা।

অন্যদিকে নেপাল প্রথম ম্যাচে ভারতের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয়। দ্বিতীয় ম্যাচে ভূটানকে ২-১ গোলে হারালেও বাকি দুই ম্যাচে বাংলাদেশর কাছে হার মানে তারা।

আগামী ২৯ আগস্ট ভূটানের বিপক্ষে এবং ৩১ আগস্ট ভারতের বিপক্ষে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।