ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন Logo জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা Logo পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা Logo কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি

দেশে যত উন্নয়ন সব বিএনপির সময় হয়েছে: শামা ওবায়েদ

বাংলাদেশে যত ভালো কাজ ও যত উন্নয়ন হয়েছে, সব বিএনপির সময় হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

শুক্রবার নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের সালথার বাইপাস সড়ক মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা দিয়ে শুরু করেছিলেন। এখন তারেক রহমান দিয়েছেন ৩১ দফা। যে ৩১ দফার মধ্যে আছে, যদি বিএনপি জনগনের ভোটে আগামী নির্বাচনে জয়লাভ করে তাহলে প্রথম ১৮ মাসে ১ কোটি যুবককে চাকরি দেবেন। শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রত্যেকটি সুবিধা যাতে বাংলাদেশের জনগণ সমানভাবে পায় সেই উদ্যোগের কথা বলা আছে।

বিএনপির প্রতিষ্ঠাতাবার্ষিকীর গুরুত্ব তুলে তিনি বলেন, আমার সামনে শত শত মানুষ আছেন, যারা শহীদ জিয়াকে দেখেননি এবং যারা খালেদা জিয়াকে চেনেন না। তাদেরকে বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানতে হবে। যার জন্য আমরা প্রতি বছর এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করি। কারণ এই প্রকৃত ইতিহাস গত ১৭ বছরে ধ্বংস করা হয়েছে। প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী না, এই দিনটি হচ্ছে বাংলাদেশের নবজাগরণ ও নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার দিন। স্বাধীনতা এবং সার্ভভৌমত্ব প্রতিষ্ঠার দিন।

শামা ওবায়েদ আরও বলেন, বাংলাদেশের মাটিতে আর কেউ মিথ্যা মামলায় জেলে যাবে না। আমরা এই দেশের মাটিতে একটি নতুন রাজনীতি দেখতে চাই। যেখানে কোনো গুম-খুন হবে না, কোনো নারী ধর্ষণের শিকার হবে না। আমরা বাংলাদেশের মাটিতে একটি নতুন রাজনীতি ও নতুন দিগন্ত দেখতে চাই। এই নতুন দিগন্তের সুচনা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, আমাদের এই দেশ নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে, যাতে বাংলাদেশে কোনো নির্বাচন না হয়। বাংলাদেশ অস্থিতিশীল করার জন্য। তাই আমাদের সকলকে সাবধান থাকতে হবে। দেশে একটি স্বচ্ছ সংসদ চাই। সেই সংসদের এমপিরা জনগণের চাওয়া-পাওয়া ও বাংলাদেশের জন্য কাজ করবে। অন্য কোনো দেশের হয়ে কাজ করবে না।

জনপ্রিয়

হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর

দেশে যত উন্নয়ন সব বিএনপির সময় হয়েছে: শামা ওবায়েদ

প্রকাশিত ১০:৪০:৩৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশে যত ভালো কাজ ও যত উন্নয়ন হয়েছে, সব বিএনপির সময় হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

শুক্রবার নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের সালথার বাইপাস সড়ক মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা দিয়ে শুরু করেছিলেন। এখন তারেক রহমান দিয়েছেন ৩১ দফা। যে ৩১ দফার মধ্যে আছে, যদি বিএনপি জনগনের ভোটে আগামী নির্বাচনে জয়লাভ করে তাহলে প্রথম ১৮ মাসে ১ কোটি যুবককে চাকরি দেবেন। শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রত্যেকটি সুবিধা যাতে বাংলাদেশের জনগণ সমানভাবে পায় সেই উদ্যোগের কথা বলা আছে।

বিএনপির প্রতিষ্ঠাতাবার্ষিকীর গুরুত্ব তুলে তিনি বলেন, আমার সামনে শত শত মানুষ আছেন, যারা শহীদ জিয়াকে দেখেননি এবং যারা খালেদা জিয়াকে চেনেন না। তাদেরকে বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানতে হবে। যার জন্য আমরা প্রতি বছর এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করি। কারণ এই প্রকৃত ইতিহাস গত ১৭ বছরে ধ্বংস করা হয়েছে। প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী না, এই দিনটি হচ্ছে বাংলাদেশের নবজাগরণ ও নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার দিন। স্বাধীনতা এবং সার্ভভৌমত্ব প্রতিষ্ঠার দিন।

শামা ওবায়েদ আরও বলেন, বাংলাদেশের মাটিতে আর কেউ মিথ্যা মামলায় জেলে যাবে না। আমরা এই দেশের মাটিতে একটি নতুন রাজনীতি দেখতে চাই। যেখানে কোনো গুম-খুন হবে না, কোনো নারী ধর্ষণের শিকার হবে না। আমরা বাংলাদেশের মাটিতে একটি নতুন রাজনীতি ও নতুন দিগন্ত দেখতে চাই। এই নতুন দিগন্তের সুচনা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, আমাদের এই দেশ নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে, যাতে বাংলাদেশে কোনো নির্বাচন না হয়। বাংলাদেশ অস্থিতিশীল করার জন্য। তাই আমাদের সকলকে সাবধান থাকতে হবে। দেশে একটি স্বচ্ছ সংসদ চাই। সেই সংসদের এমপিরা জনগণের চাওয়া-পাওয়া ও বাংলাদেশের জন্য কাজ করবে। অন্য কোনো দেশের হয়ে কাজ করবে না।