ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন Logo জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা Logo পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা Logo কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি

এসএমই উদ্যোক্তাদের জন্য বিশেষ বিজনেস ডেবিট কার্ড চালু করল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও মাস্টারকার্ড

এসএমই উদ্যোক্তাদের জন্য বিশেষ বিজনেস ডেবিট কার্ড চালু করল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও মাস্টারকার্ড

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিপিএলসি) ও মাস্টারকার্ড যৌথভাবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য বিশেষভাবে তৈরি একটি নতুন এসএমই বিজনেস ডেবিট কার্ড চালু করেছে। এই কার্ডটি ইসলামী ব্যাংকের এসএমই গ্রাহকদের জন্য দেশে ও বিদেশে আরও সহজ লেনদেন, ডিজিটাল সুবিধা এবং কার্যকর আর্থিক ব্যবস্থাপনার সুযোগ করে দেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ম্যানেজিং ডাইরেক্টর আনোয়ার হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর (এসএমইএসপিডি) নওশাদ মোস্তফা এবং ডিরেক্টর, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট মো. শরাফাত উল্লাহ খান।

এসএমই ডেবিট কার্ডটিতে রয়েছে ক্ষুদ্র ব্যবসার ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়ক নানা সুবিধা। বিশ্বব্যাপী গ্রহণযোগ্য এই কার্ডের মাধ্যমে উদ্যোক্তারা মাস্টারকার্ডের বৈশ্বিক পেমেন্ট নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবেন। পাশাপাশি আইবিবিপিএলসি ও মাস্টারকার্ডের ৯,৫০০-এরও বেশি দেশীয় মার্চেন্ট আউটলেটে পাওয়া যাবে বিশেষ ছাড় ও ক্রস-বর্ডার অফার। এছাড়া, এই কার্ড ব্যবহার করে গ্রাহকরা সহজে ‘ট্যাপ অ্যান্ড গো’ পেমেন্ট, অনলাইন কেনাকাটার সুবিধা এবং ব্যবসায়িক খরচের জন্য এটিএম থেকে বাড়তি ক্যাশ উত্তোলনের সুবিধা। দেশব্যাপী ৬৪ জেলায় অবস্থিত ৩,১০০-এরও অধিক এটিএম থেকে অর্থ উত্তোলন ছাড়াও ব্যাংকের শাখা, উপশাখা ও এজেন্ট পয়েন্ট থেকেও নগদ উত্তোলন করা যাবে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এসএমই খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসএমই ডেবিট কার্ড চালুর মাধ্যমে আমরা উদ্যোক্তাদের দেশীয় ও বৈশ্বিক আর্থিক কার্যক্রম আরও সহজ করছি। মাস্টারকার্ডের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি এবং দেশের উদ্যোক্তাদের সহায়তার প্রতিশ্রুতির প্রতিফলন।”

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “ইসলামী ব্যাংক বাংলাদেশ-এর সঙ্গে অংশীদার হয়ে এসএমই ডেবিট কার্ড চালু করতে পেরে মাস্টারকার্ড আনন্দিত। এই কার্ডের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তারা নিরাপদ, বৈশ্বিকভাবে স্বীকৃত এবং কার্যকর পেমেন্ট সমাধান পাবেন, যা তাদের ব্যবসা সম্প্রসারণ, কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতায় অবদান রাখতে সাহায্য করবে।”

এই সহযোগিতা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও মাস্টারকার্ডের যৌথ অঙ্গীকারের প্রতিফলন, যা বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য আধুনিক আর্থিক সমাধান সহজলভ্য করবে এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবে।

জনপ্রিয়

হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর

এসএমই উদ্যোক্তাদের জন্য বিশেষ বিজনেস ডেবিট কার্ড চালু করল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও মাস্টারকার্ড

প্রকাশিত ১০:০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিপিএলসি) ও মাস্টারকার্ড যৌথভাবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য বিশেষভাবে তৈরি একটি নতুন এসএমই বিজনেস ডেবিট কার্ড চালু করেছে। এই কার্ডটি ইসলামী ব্যাংকের এসএমই গ্রাহকদের জন্য দেশে ও বিদেশে আরও সহজ লেনদেন, ডিজিটাল সুবিধা এবং কার্যকর আর্থিক ব্যবস্থাপনার সুযোগ করে দেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ম্যানেজিং ডাইরেক্টর আনোয়ার হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডাইরেক্টর (এসএমইএসপিডি) নওশাদ মোস্তফা এবং ডিরেক্টর, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট মো. শরাফাত উল্লাহ খান।

এসএমই ডেবিট কার্ডটিতে রয়েছে ক্ষুদ্র ব্যবসার ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়ক নানা সুবিধা। বিশ্বব্যাপী গ্রহণযোগ্য এই কার্ডের মাধ্যমে উদ্যোক্তারা মাস্টারকার্ডের বৈশ্বিক পেমেন্ট নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবেন। পাশাপাশি আইবিবিপিএলসি ও মাস্টারকার্ডের ৯,৫০০-এরও বেশি দেশীয় মার্চেন্ট আউটলেটে পাওয়া যাবে বিশেষ ছাড় ও ক্রস-বর্ডার অফার। এছাড়া, এই কার্ড ব্যবহার করে গ্রাহকরা সহজে ‘ট্যাপ অ্যান্ড গো’ পেমেন্ট, অনলাইন কেনাকাটার সুবিধা এবং ব্যবসায়িক খরচের জন্য এটিএম থেকে বাড়তি ক্যাশ উত্তোলনের সুবিধা। দেশব্যাপী ৬৪ জেলায় অবস্থিত ৩,১০০-এরও অধিক এটিএম থেকে অর্থ উত্তোলন ছাড়াও ব্যাংকের শাখা, উপশাখা ও এজেন্ট পয়েন্ট থেকেও নগদ উত্তোলন করা যাবে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এসএমই খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসএমই ডেবিট কার্ড চালুর মাধ্যমে আমরা উদ্যোক্তাদের দেশীয় ও বৈশ্বিক আর্থিক কার্যক্রম আরও সহজ করছি। মাস্টারকার্ডের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি এবং দেশের উদ্যোক্তাদের সহায়তার প্রতিশ্রুতির প্রতিফলন।”

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “ইসলামী ব্যাংক বাংলাদেশ-এর সঙ্গে অংশীদার হয়ে এসএমই ডেবিট কার্ড চালু করতে পেরে মাস্টারকার্ড আনন্দিত। এই কার্ডের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তারা নিরাপদ, বৈশ্বিকভাবে স্বীকৃত এবং কার্যকর পেমেন্ট সমাধান পাবেন, যা তাদের ব্যবসা সম্প্রসারণ, কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতায় অবদান রাখতে সাহায্য করবে।”

এই সহযোগিতা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও মাস্টারকার্ডের যৌথ অঙ্গীকারের প্রতিফলন, যা বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য আধুনিক আর্থিক সমাধান সহজলভ্য করবে এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবে।