এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। তবে এখানেই থেমে থাকতে নারাজ টাইগাররা। সামনে অপেক্ষা করছে আরও দুই কঠিন লড়াই—ভারত ও পাকিস্তানের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দিনে ৪৫ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন সাইফ হাসান। তবে তার মনোযোগ এখন পুরোপুরি ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচে।
ফাইনালে খেলার স্বপ্নের কথা জানিয়ে সাইফ বলেন,“এখানে আসার আগেই আমাদের বিশ্বাস ছিল আমরা ফাইনাল খেলব। শ্রীলঙ্কাকে হারিয়ে আমরা এক ধাপ এগিয়েছি। এখনো দুটি ম্যাচ বাকি। আমাদের পরবর্তী লক্ষ্য ভারত ম্যাচ।”
তবে ধাপে ধাপে এগোনোর কথাও স্মরণ করিয়ে দেন তিনি,“অবশ্যই বড় স্বপ্ন দেখা উচিত। কিন্তু প্রতিটি ম্যাচ আলাদা, তাই ধাপে ধাপে এগোতে হবে। ভারতের বিপক্ষে ম্যাচটাই এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
লঙ্কানদের বিপক্ষে ব্যাটিং কৌশল নিয়ে সাইফ বলেন,“উইকেট পড়ার পর আমাদের পরিকল্পনা ছিল পাল্টা আক্রমণে যাওয়া। নির্দিষ্ট কোনো পরিকল্পনা না থাকলেও টিম মিটিংয়ে আমরা বোলারদের নিয়ে আলোচনা করেছিলাম। লিটন ভাইয়ের সঙ্গে আমার বোঝাপড়াটা দুর্দান্ত ছিল। উনি বুঝতে পারছিলেন পরের বল কী হতে পারে, আমাকেও সেটা বলে দিচ্ছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা সফল হয়েছি।”
সঙ্গীর মতোই মুস্তাফিজুর রহমানের প্রশংসাও ঝরল তার কণ্ঠে, “ফিজ ভাই সবসময়ই অসাধারণ বোলিং করেন। গত কয়েক মাস ধরেই উনি দারুণ ছন্দে আছেন। আজও তিনি কম রান দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছেন। তিনি বিশ্বমানের বোলার, এই ধরনের পরিস্থিতিতে খেলাটা তার জন্য অনেক সহজ।”
















