রাজধানীর হাজারীবাগ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে একটি শটগান উদ্ধার করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) ভোররাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেডের অধীনস্থ সাইন্সল্যাব আর্মি ক্যাম্পের একটি দল হাজারীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে, ৫ আগস্টের পর থেকে পলাতক থাকা ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট মোঃ মোশারফ হোসেন কাজলের বাসা থেকে একটি শটগান উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উক্ত শটগানটি তার দেহরক্ষী সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি এবং অন্যান্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করতেন।
উদ্ধারকৃত শটগানটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত রয়েছে। যে কেউ অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য জানাতে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
















