ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo হাবিপ্রবিতে শুরু হলো ৪র্থ বিজয় দিবস কাপ আন্তঃঅনুষদীয় ভলিবল প্রতিযোগিতা Logo ৪১তম সার্ক সনদ দিবস উদযাপন করলো সার্ক কৃষি কেন্দ্র Logo যবিপ্রবিতে আন্তঃহল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৫ শুরু Logo রবি’র মাঠকর্মীদের জন্য পরিবেশ-বান্ধব ‘সুপার বাইক’ Logo বাংলাদেশজুড়ে নকল ও ভেজাল ওষুধ রোধে পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ Logo ইবি শিক্ষার্থীদের সুদমুক্ত আর্থিক সহায়তার লক্ষ্যে ‘কর্জে হাসানা’ প্রকল্প চালু Logo এটিইউ প্রধানের সাথে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ Logo মোবাইল ফোন সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে: টুকু Logo ডিআরইউর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ Logo ইবি সাংবাদিক সমিতির ‘বর্ষসেরা ফিচার লেখক’ হলেন অভিযাত্রার সাকীফ

হাবিপ্রবিতে শুরু হলো ৪র্থ বিজয় দিবস কাপ আন্তঃঅনুষদীয় ভলিবল প্রতিযোগিতা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে আজ থেকে শুরু হয়েছে ৪র্থ বিজয় দিবস কাপ আন্তঃঅনুষদীয় ভলিবল প্রতিযোগিতা-২০২৫।

বিকাল ৪টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ-০১ (আবরার ফাহাদ হল সংলগ্ন মাঠ)-এ অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহবুব উল হাসান।

উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও মানসিক স্বাস্থ্য বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা নেতৃত্বগুণ, শৃঙ্খলাবোধ ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। তিনি আরও বলেন, খেলার মাঠ হলো বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রতীক, যেখানে সবাই সমান এবং কাউকে আলাদা কোনো সুবিধা দেওয়া হয় না।

অনুষ্ঠান শেষে তিনি খেলোয়াড়দের উৎসাহ যোগাতে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রশংসা করেন।

এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। প্রতিযোগিতা চলবে বিজয় দিবস পর্যন্ত।

জনপ্রিয়

হাবিপ্রবিতে শুরু হলো ৪র্থ বিজয় দিবস কাপ আন্তঃঅনুষদীয় ভলিবল প্রতিযোগিতা

হাবিপ্রবিতে শুরু হলো ৪র্থ বিজয় দিবস কাপ আন্তঃঅনুষদীয় ভলিবল প্রতিযোগিতা

প্রকাশিত ১১:৪৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে আজ থেকে শুরু হয়েছে ৪র্থ বিজয় দিবস কাপ আন্তঃঅনুষদীয় ভলিবল প্রতিযোগিতা-২০২৫।

বিকাল ৪টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ-০১ (আবরার ফাহাদ হল সংলগ্ন মাঠ)-এ অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহবুব উল হাসান।

উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও মানসিক স্বাস্থ্য বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা নেতৃত্বগুণ, শৃঙ্খলাবোধ ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। তিনি আরও বলেন, খেলার মাঠ হলো বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রতীক, যেখানে সবাই সমান এবং কাউকে আলাদা কোনো সুবিধা দেওয়া হয় না।

অনুষ্ঠান শেষে তিনি খেলোয়াড়দের উৎসাহ যোগাতে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রশংসা করেন।

এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। প্রতিযোগিতা চলবে বিজয় দিবস পর্যন্ত।