আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের অন্তর্গত কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নির্বাচনী কার্যক্রম পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক কে এম সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক কামরুল ইসলাম কানন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক (দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক) মোঃ জামাল খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ইরফান আহমদ ফাহিম ও সদস্য সচিব মোঃ নাজমুল হাসান এই কমিটির অনুমোদন দিয়েছেন।
এই কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব কামরুল ইসলাম কানন বলেন, ঢাকা-০৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী করতে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল বদ্ধপরিকর। আমরা ইতোমধ্যে ১৫ টি টিম গঠন করে প্রচারণাসহ প্রয়োজনীয় সকল কার্যক্রম শুরু করেছি। ধানের শীষের বিজয় অর্জনে জনগণের সমর্থন আদায়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।
তিনি আরও বলেন, পুরান ঢাকার এই আসনে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে মরহুম সাদেক হোসেন খোকা যেভাবে শেখ হাসিনাকে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করেছিলেন, ঠিক তেমনি জনাব ইশরাক হোসেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি করবেন, ইনশাআল্লাহ।



















