Ovijatra
ঢাকাTuesday , 19 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

খুবির চতুর্থ একাডেমিক ভবনের নির্মাণকাজ পরিদর্শনে উপাচার্য

Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতাধীন চতুর্থ একাডেমিক ভবনের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় সরেজমিনে তিনি এ কাজ পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের নিকট থেকে ভবন নির্মাণকাজের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।
এ সময় সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি উপাচার্যকে জানান, নির্মাণাধীন চতুর্থ একাডেমিক ভবনের কাজ ২০২৫ সালের মার্চ মাসে শেষ হওয়ার কথা রয়েছে। তবে বিভিন্ন জটিলতার কারণে, বিশেষ করে ড্রইংয়ে সমস্যা থাকায় সেগুলো সংশোধন করতে অনেক সময় ব্যয় হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা কঠিন। এমতাবস্থায় আমাদের আরও কিছু সময় প্রয়োজন।
সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের উদ্দেশে উপাচার্য বলেন, নির্মাণাধীন চতুর্থ একাডেমিক ভবনটি খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই জরুরি। এর নির্মাণকাজ শেষ হলে অনেক ডিসিপ্লিনের জায়গার সংকট দূর হবে। শিক্ষার্থীদের ক্লাস রুমের সমস্যাও কেটে যাবে। পাশাপাশি শিক্ষকরাও তাদের রুম পাবেন। তাই এই কাজ দ্রুততার সাথে শেষ করতে হবে। প্রকল্পের চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এ সময় প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী সেখ মো. সাইফুল আলম বাদশা এবং ঠিকাদারী প্রতিষ্ঠান হাসান এন্ড সন্স লিমিটেড এর প্রজেক্ট ম্যানেজার বশির আহমেদসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।