ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন

ইবি সাতক্ষীরা জেলাকল্যাণ সমিতির সভাপতি জুবাইর, সম্পাদক আল মাসুদ

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৮:২০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪ বার পঠিত

‘সঙ্গবদ্ধ সঙ্গ, সাতক্ষীরার অঙ্গ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির তিন দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটির ঘোষণা দেয়া হয়। যেখানে সভাপতি হিসেবে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আলী আহসান মুহাম্মদ জুবাইর এবং সাধারণ সম্পাদক হিসেবে আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আল মাসুদ হোসেন মনোনিত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট, কলম, ক্যালেন্ডার ও চাবি রিং দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্রবীণ শিক্ষার্থীদের বিদায়ী সম্মাননা স্মারক ক্রেস্ট ও উপহার প্রদান করা হয় । দুপুরে প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এসময় অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আবু সোহানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানূর রহমান, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আকতার হোসেন, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান ও অধ্যাপক ড. আ. ছ. ম. তরীকুল ইসলাম। এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক রাকিব হোসেন রেদোয়ানসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সাতক্ষীরা জেলার সন্তানরা দেশের সব ক্ষেত্রেই তাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত আমাতের ‘সাতক্ষীরা জেলা ছাত্রকল্যান সমিতি’ আজকে হাটি হাটি পা পা করে ৩০ বছর অতিক্রম করেছে। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি পরিবার। সকলের সুখে দুঃখে আমরা একে অপরের পাশে থাকবো।

নবমনোনীত সভাপতি আলী আহসান মুহাম্মদ জুবাইর বলেন মা, মাতৃভূমি, মাতৃভাষা এই তিনটি জিনিসের ঋণ পরিশোধ অসম্ভব। জেলা কল্যান সমিতি আমার মাতৃভূমির মাটির সন্তানদের নিয়ে গঠিত একটি সংগঠন। মাতৃভূমির এ সংগঠনকে লক্ষ্যের শিখরে পৌঁছে দিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো। আমাদের লক্ষ্য থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সাতক্ষীরার শিক্ষার্থীদের নিয়ে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সুসংগঠিত করে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করা।

জনপ্রিয়

পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

ইবি সাতক্ষীরা জেলাকল্যাণ সমিতির সভাপতি জুবাইর, সম্পাদক আল মাসুদ

প্রকাশিত ০৮:২০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

‘সঙ্গবদ্ধ সঙ্গ, সাতক্ষীরার অঙ্গ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির তিন দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটির ঘোষণা দেয়া হয়। যেখানে সভাপতি হিসেবে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আলী আহসান মুহাম্মদ জুবাইর এবং সাধারণ সম্পাদক হিসেবে আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আল মাসুদ হোসেন মনোনিত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট, কলম, ক্যালেন্ডার ও চাবি রিং দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্রবীণ শিক্ষার্থীদের বিদায়ী সম্মাননা স্মারক ক্রেস্ট ও উপহার প্রদান করা হয় । দুপুরে প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এসময় অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আবু সোহানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানূর রহমান, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আকতার হোসেন, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান ও অধ্যাপক ড. আ. ছ. ম. তরীকুল ইসলাম। এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক রাকিব হোসেন রেদোয়ানসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সাতক্ষীরা জেলার সন্তানরা দেশের সব ক্ষেত্রেই তাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত আমাতের ‘সাতক্ষীরা জেলা ছাত্রকল্যান সমিতি’ আজকে হাটি হাটি পা পা করে ৩০ বছর অতিক্রম করেছে। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি পরিবার। সকলের সুখে দুঃখে আমরা একে অপরের পাশে থাকবো।

নবমনোনীত সভাপতি আলী আহসান মুহাম্মদ জুবাইর বলেন মা, মাতৃভূমি, মাতৃভাষা এই তিনটি জিনিসের ঋণ পরিশোধ অসম্ভব। জেলা কল্যান সমিতি আমার মাতৃভূমির মাটির সন্তানদের নিয়ে গঠিত একটি সংগঠন। মাতৃভূমির এ সংগঠনকে লক্ষ্যের শিখরে পৌঁছে দিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো। আমাদের লক্ষ্য থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সাতক্ষীরার শিক্ষার্থীদের নিয়ে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সুসংগঠিত করে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করা।