‘সঙ্গবদ্ধ সঙ্গ, সাতক্ষীরার অঙ্গ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির তিন দশক পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটির ঘোষণা দেয়া হয়। যেখানে সভাপতি হিসেবে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আলী আহসান মুহাম্মদ জুবাইর এবং সাধারণ সম্পাদক হিসেবে আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আল মাসুদ হোসেন মনোনিত হয়েছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট, কলম, ক্যালেন্ডার ও চাবি রিং দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্রবীণ শিক্ষার্থীদের বিদায়ী সম্মাননা স্মারক ক্রেস্ট ও উপহার প্রদান করা হয় । দুপুরে প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এসময় অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আবু সোহানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানূর রহমান, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আকতার হোসেন, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান ও অধ্যাপক ড. আ. ছ. ম. তরীকুল ইসলাম। এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক রাকিব হোসেন রেদোয়ানসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, সাতক্ষীরা জেলার সন্তানরা দেশের সব ক্ষেত্রেই তাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত আমাতের ‘সাতক্ষীরা জেলা ছাত্রকল্যান সমিতি’ আজকে হাটি হাটি পা পা করে ৩০ বছর অতিক্রম করেছে। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি পরিবার। সকলের সুখে দুঃখে আমরা একে অপরের পাশে থাকবো।
নবমনোনীত সভাপতি আলী আহসান মুহাম্মদ জুবাইর বলেন মা, মাতৃভূমি, মাতৃভাষা এই তিনটি জিনিসের ঋণ পরিশোধ অসম্ভব। জেলা কল্যান সমিতি আমার মাতৃভূমির মাটির সন্তানদের নিয়ে গঠিত একটি সংগঠন। মাতৃভূমির এ সংগঠনকে লক্ষ্যের শিখরে পৌঁছে দিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো। আমাদের লক্ষ্য থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সাতক্ষীরার শিক্ষার্থীদের নিয়ে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সুসংগঠিত করে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করা।
