ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন

বরখাস্ত শিক্ষক-কর্মকর্তাদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১০:১৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ১৭ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নানা অনিয়ম দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অতি জরুরি প্রয়োজনে যদি কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ বা অবস্থান করতে চায় তাহলে লাগবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি।

যবিপ্রবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৬ তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সোমবার (২৬ মে) যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনেক বরখাস্তকৃত শিক্ষক-কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবাধে চলাফেরা, মিটিং ও সেমিনার করে বেড়াচ্ছেন যেটি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী গুরুতর অপরাধ। বরখাস্তকৃত কেউ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ বা অবস্থান করতে পারবে না। তবে জরুরি প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ বা অবস্থান করতে চাইলে রেজিস্ট্রার বরাবর যথোপযুক্ত কারণ দর্শানোপূর্বক লিখিত আবেদন করতে হবে। রেজিস্ট্রার অনুমতি দিলে সেই কারণের প্রেক্ষিতে সংশ্লিষ্ট আবেদনকারী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) জাস্ট রোবো সোসাইটি কর্তৃক অনুষ্ঠিত রোবো টেক অলিম্পিয়াডে উপস্থিত ছিলেন অনিয়ম ও দূর্নীতির দায়ে সাময়িকভাবে বরখাস্তকৃত কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মোঃ গালিব। এছাড়াও তিনি বিভিন্ন সভা, সেমিনার ও ওয়ার্কশপসহ বিভিন্ন একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জনপ্রিয়

পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

বরখাস্ত শিক্ষক-কর্মকর্তাদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশিত ১০:১৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নানা অনিয়ম দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অতি জরুরি প্রয়োজনে যদি কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ বা অবস্থান করতে চায় তাহলে লাগবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি।

যবিপ্রবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৬ তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সোমবার (২৬ মে) যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনেক বরখাস্তকৃত শিক্ষক-কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবাধে চলাফেরা, মিটিং ও সেমিনার করে বেড়াচ্ছেন যেটি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী গুরুতর অপরাধ। বরখাস্তকৃত কেউ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ বা অবস্থান করতে পারবে না। তবে জরুরি প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ বা অবস্থান করতে চাইলে রেজিস্ট্রার বরাবর যথোপযুক্ত কারণ দর্শানোপূর্বক লিখিত আবেদন করতে হবে। রেজিস্ট্রার অনুমতি দিলে সেই কারণের প্রেক্ষিতে সংশ্লিষ্ট আবেদনকারী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) জাস্ট রোবো সোসাইটি কর্তৃক অনুষ্ঠিত রোবো টেক অলিম্পিয়াডে উপস্থিত ছিলেন অনিয়ম ও দূর্নীতির দায়ে সাময়িকভাবে বরখাস্তকৃত কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মোঃ গালিব। এছাড়াও তিনি বিভিন্ন সভা, সেমিনার ও ওয়ার্কশপসহ বিভিন্ন একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।