ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সেমিনার Logo শিক্ষক ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে জাককানইবিতে ইউটিএল এর ১০ দফা দাবি ঘোষণা Logo কমনরুমের ব্যবস্থাসহ ১২ দফা দাবিতে হাবিপ্রবি ছাত্রীসংস্থার স্মারকলিপি প্রদান Logo যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত Logo গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক মেহেদী হাসান কারাগারে Logo সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পিস ফর পিপল ফাউন্ডেশনের নিন্দা Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায়

অর্গানিকাওনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সুনেহরা তাসনিম

অর্গানিকাওনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সুনেহরা তাসনিম

বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ড অর্গানিকাওন গত ২১ জুন অভিনেত্রী ও তরুণ আইকন সুনেহরা তাসনিমকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করার ঘোষণা দিয়েছে। ঢাকার বনানীতে এ চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়।

বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ড হিসেবে অর্গানিকাওন তাদের ক্লিন, হালাল, প্ল্যান্ট-বেজড স্কিনকেয়ার ও ওয়েলনেস পণ্যের জন্য সুপরিচিত। দেশের স্কিনকেয়ার-সচেতন নারীদের প্রাকৃতিক সৌন্দর্য ও সুস্থতার প্রতি আরও আগ্রহী করে তুলতে এই একই বিষয়ে পারদর্শী সুনেহরা তাসনিমকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করেছে প্রতিষ্ঠানটি।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্গানিকাওনের সিইও আবদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অর্গানিকাওনের স্ট্র্যাটেজি ও ব্র্যান্ড মার্কেটিং ডিরেক্টর শেখ পিয়াস ইসলাম এবং অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্র্যান্ড ও ক্রিয়েটিভ টিমের সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সিইও-এর বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়। এরপর আনুষ্ঠানিকভাবে অংশীদারিত্ব ঘোষণা, সুনেহরা তাসনিমের বক্তব্য এবং অর্গানিকাওনের ব্র্যান্ড ফিল্ম দেখানো হয়।

এ বিষয়ে অর্গানিকাওনের সিইও আবদুর রহমান বলেন, “সুনেহরা তাসনিমকে অর্গানিকাওনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা উচ্ছ্বসিত। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের প্রতি তার সহযোগিতা আমাদের ‘ফার্ম-টু-ফর্মুলা’ দর্শনের সাথে খুব ভালোভাবে মিলে যায়। প্রাকৃতিক জীবনযাপন, সাংস্কৃতিক গৌরব ও নিখাদ সৌন্দর্যের প্রতি সুনেহরার অনুরাগ আমাদের প্রতিষ্ঠানের আদর্শেরই প্রতিফলন করে। আমরা একযোগে স্কিনকেয়ারের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করতে চাই, যা আমাদের ভূমির সাথে সম্পর্কিত, বিজ্ঞানের মাধ্যমে পরিচালিত এবং প্রকৃতি থেকে অনুপ্রাণিত।”

এ বিষয়ে সুনেহরা তাসনিম বলেন, “অর্গানিকাওনের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত; এটি এমন একটি ব্র্যান্ড যা আমাদের ঐতিহ্য ও উদ্ভাবনের সেরা দিকগুলোকেই প্রতিনিধিত্ব করে। আমি মানুষের নিজস্ব পরিচর্যার ক্ষেত্রে প্রাকৃতিক গুনাগুণের ব্যবহার ও তাদের সৌন্দর্যের প্রতি সচেতন করে তুলতে চাই।”

এই অংশীদারিত্বের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান স্কিনকেয়ার-সচেতন নারী কমিউনিটির সাথে সম্পর্ক আরও গভীর করা এবং তাদের মাঝে ক্লিন ও স্থানীয়ভাবে উৎপাদিত ওয়েলনেস পণ্যের প্রসারে কাজ করাই অর্গানিকাওনের লক্ষ্য।

জনপ্রিয়

ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

অর্গানিকাওনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সুনেহরা তাসনিম

প্রকাশিত ০৬:৫৮:১০ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ড অর্গানিকাওন গত ২১ জুন অভিনেত্রী ও তরুণ আইকন সুনেহরা তাসনিমকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করার ঘোষণা দিয়েছে। ঢাকার বনানীতে এ চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়।

বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ড হিসেবে অর্গানিকাওন তাদের ক্লিন, হালাল, প্ল্যান্ট-বেজড স্কিনকেয়ার ও ওয়েলনেস পণ্যের জন্য সুপরিচিত। দেশের স্কিনকেয়ার-সচেতন নারীদের প্রাকৃতিক সৌন্দর্য ও সুস্থতার প্রতি আরও আগ্রহী করে তুলতে এই একই বিষয়ে পারদর্শী সুনেহরা তাসনিমকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করেছে প্রতিষ্ঠানটি।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্গানিকাওনের সিইও আবদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অর্গানিকাওনের স্ট্র্যাটেজি ও ব্র্যান্ড মার্কেটিং ডিরেক্টর শেখ পিয়াস ইসলাম এবং অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্র্যান্ড ও ক্রিয়েটিভ টিমের সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সিইও-এর বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়। এরপর আনুষ্ঠানিকভাবে অংশীদারিত্ব ঘোষণা, সুনেহরা তাসনিমের বক্তব্য এবং অর্গানিকাওনের ব্র্যান্ড ফিল্ম দেখানো হয়।

এ বিষয়ে অর্গানিকাওনের সিইও আবদুর রহমান বলেন, “সুনেহরা তাসনিমকে অর্গানিকাওনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা উচ্ছ্বসিত। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের প্রতি তার সহযোগিতা আমাদের ‘ফার্ম-টু-ফর্মুলা’ দর্শনের সাথে খুব ভালোভাবে মিলে যায়। প্রাকৃতিক জীবনযাপন, সাংস্কৃতিক গৌরব ও নিখাদ সৌন্দর্যের প্রতি সুনেহরার অনুরাগ আমাদের প্রতিষ্ঠানের আদর্শেরই প্রতিফলন করে। আমরা একযোগে স্কিনকেয়ারের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করতে চাই, যা আমাদের ভূমির সাথে সম্পর্কিত, বিজ্ঞানের মাধ্যমে পরিচালিত এবং প্রকৃতি থেকে অনুপ্রাণিত।”

এ বিষয়ে সুনেহরা তাসনিম বলেন, “অর্গানিকাওনের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত; এটি এমন একটি ব্র্যান্ড যা আমাদের ঐতিহ্য ও উদ্ভাবনের সেরা দিকগুলোকেই প্রতিনিধিত্ব করে। আমি মানুষের নিজস্ব পরিচর্যার ক্ষেত্রে প্রাকৃতিক গুনাগুণের ব্যবহার ও তাদের সৌন্দর্যের প্রতি সচেতন করে তুলতে চাই।”

এই অংশীদারিত্বের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান স্কিনকেয়ার-সচেতন নারী কমিউনিটির সাথে সম্পর্ক আরও গভীর করা এবং তাদের মাঝে ক্লিন ও স্থানীয়ভাবে উৎপাদিত ওয়েলনেস পণ্যের প্রসারে কাজ করাই অর্গানিকাওনের লক্ষ্য।