ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আবারও বাহাদুর শাহ পার্কে খাবারের দোকান বসানোর জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু করেছে। এ নিয়ে স্থানীয় এলাকাবাসী প্রতিবাদ জানিয়েছে এবং দ্রুত কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছে।
সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের আমলে এলাকাবাসীর আপত্তি সত্ত্বেও পার্কের ভেতরে খাবারের দোকান বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে গত ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর সেই দোকানগুলো বন্ধ হয়ে গেছে। বর্তমানে পার্কটিতে স্বাস্থ্য সচেতন মানুষ নিয়মিত শারীরিক চর্চা করছেন।
এলাকাবাসী জানান, সিটি করপোরেশনের নতুন উদ্যোগের বিরুদ্ধে সোমবার (২১ অক্টোবর) পার্কে সমাবেশ করা হয়। তারা জানিয়েছেন, এই ইজারা বাতিলের দাবিতে সিটি করপোরেশনের প্রশাসক ও পরিবেশ উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়া হয়েছে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি।
বক্তারা বলেন, “এই পার্কে খাবারের দোকান বসানো হলে পরিবেশ নষ্ট হবে এবং গাছপালার ক্ষতি হবে।” তারা আরও জানান, বাহাদুর শাহ পার্কটি পুরান ঢাকাবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে অনেকেই পরিবারসহ এসে বিশ্রাম নেন।
সমাবেশে বক্তারা উল্লেখ করেন, অতীতের স্বৈরাচারী সরকারের সময়েও এলাকাবাসী পার্কের দখলবাজির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। তারা আশা করেন, বর্তমান সরকার পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে। অন্যথায়, তারা রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছেন।
সভাপতি আক্তারুজ্জামান খান বলেন, “এই পার্ক ব্রিটিশ বিরোধী সংগ্রামের ঐতিহাসিক স্থান এবং এর সঠিক পরিচর্যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই জরুরি।”
