ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সেমিনার Logo শিক্ষক ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে জাককানইবিতে ইউটিএল এর ১০ দফা দাবি ঘোষণা Logo কমনরুমের ব্যবস্থাসহ ১২ দফা দাবিতে হাবিপ্রবি ছাত্রীসংস্থার স্মারকলিপি প্রদান Logo যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে ফ্রি ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত Logo গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক মেহেদী হাসান কারাগারে Logo সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পিস ফর পিপল ফাউন্ডেশনের নিন্দা Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায়

টিকটকার ও ইনফ্লুয়েন্সার ইয়ানিনের মৃত্যু

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০১:১৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • ১৯ বার পঠিত

সড়ক দুর্ঘটনায় টিকটকার ও ইনফ্লুয়েন্সার ইয়ানিনের মৃত্যু

জনপ্রিয় টিকটকার, ইনফ্লুয়েন্সার এবং ‘মাস্টারশেফ মেক্সিকো’ প্রতিযোগিতার সাবেক অংশগ্রহণকারী ইয়ানিন ক্যাম্পোস মারা গেছেন। স্থানীয় সময় ৪ আগস্ট মেক্সিকোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর।

ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ানিন ক্যাম্পোসের ভাই রাউল ক্যাম্পোস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ইয়ানিন একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত ২ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে মেক্সিকোর চিহুয়াহুয়ায় নিজের গাড়ি চালাচ্ছিলেন ইয়ানিন ক্যাম্পোস। এ সময় হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি পার্ক করা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়দের সহায়তায় তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হয়। তবে দুইদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে ৪ আগস্ট মারা যান তিনি।

২০১৮ সালে ইয়ানিন ‘মাস্টারশেফ মেক্সিকো’-এর চতুর্থ সিজনে অংশগ্রহণ করে পরিচিতি লাভ করেন। ওই সিজনে তিনি ৬ষ্ঠ স্থান অর্জন করেন। পরে ‘মাস্টারশেফ: লা রেভাঞ্চা’ নামের আরেকটি মৌসুমে তাকে আবারও আমন্ত্রণ জানানো হয়।

ইয়ানিন ক্যাম্পোস সোশ্যাল মিডিয়াতেও ছিলেন অত্যন্ত জনপ্রিয়। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৭৬ হাজারের বেশি, এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) ৪৩ হাজার এবং টিকটকে রয়েছে এক লাখ ফলোয়ার।

সোশ্যাল মিডিয়ায় তার অনুপ্রেরণামূলক রান্না, জীবনধারা ও ইতিবাচক বার্তা তাকে করে তুলেছিল বিশেষ। নার্স হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত এই তারকা জীবনের বিভিন্ন দিক নিয়ে অনুসারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন।

তার অকাল মৃত্যুতে ভক্ত ও অনুসারীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

জনপ্রিয়

ডিজিটাল লেনদেনে আগ্রহ বাড়াতে বাকৃবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

টিকটকার ও ইনফ্লুয়েন্সার ইয়ানিনের মৃত্যু

প্রকাশিত ০১:১৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

জনপ্রিয় টিকটকার, ইনফ্লুয়েন্সার এবং ‘মাস্টারশেফ মেক্সিকো’ প্রতিযোগিতার সাবেক অংশগ্রহণকারী ইয়ানিন ক্যাম্পোস মারা গেছেন। স্থানীয় সময় ৪ আগস্ট মেক্সিকোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর।

ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ানিন ক্যাম্পোসের ভাই রাউল ক্যাম্পোস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ইয়ানিন একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত ২ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে মেক্সিকোর চিহুয়াহুয়ায় নিজের গাড়ি চালাচ্ছিলেন ইয়ানিন ক্যাম্পোস। এ সময় হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি পার্ক করা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়দের সহায়তায় তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হয়। তবে দুইদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে ৪ আগস্ট মারা যান তিনি।

২০১৮ সালে ইয়ানিন ‘মাস্টারশেফ মেক্সিকো’-এর চতুর্থ সিজনে অংশগ্রহণ করে পরিচিতি লাভ করেন। ওই সিজনে তিনি ৬ষ্ঠ স্থান অর্জন করেন। পরে ‘মাস্টারশেফ: লা রেভাঞ্চা’ নামের আরেকটি মৌসুমে তাকে আবারও আমন্ত্রণ জানানো হয়।

ইয়ানিন ক্যাম্পোস সোশ্যাল মিডিয়াতেও ছিলেন অত্যন্ত জনপ্রিয়। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৭৬ হাজারের বেশি, এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) ৪৩ হাজার এবং টিকটকে রয়েছে এক লাখ ফলোয়ার।

সোশ্যাল মিডিয়ায় তার অনুপ্রেরণামূলক রান্না, জীবনধারা ও ইতিবাচক বার্তা তাকে করে তুলেছিল বিশেষ। নার্স হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত এই তারকা জীবনের বিভিন্ন দিক নিয়ে অনুসারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন।

তার অকাল মৃত্যুতে ভক্ত ও অনুসারীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।