Ovijatra
ঢাকাFriday , 8 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

টিকটকার ও ইনফ্লুয়েন্সার ইয়ানিনের মৃত্যু

Link Copied!

জনপ্রিয় টিকটকার, ইনফ্লুয়েন্সার এবং ‘মাস্টারশেফ মেক্সিকো’ প্রতিযোগিতার সাবেক অংশগ্রহণকারী ইয়ানিন ক্যাম্পোস মারা গেছেন। স্থানীয় সময় ৪ আগস্ট মেক্সিকোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর।

ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ানিন ক্যাম্পোসের ভাই রাউল ক্যাম্পোস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ইয়ানিন একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত ২ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে মেক্সিকোর চিহুয়াহুয়ায় নিজের গাড়ি চালাচ্ছিলেন ইয়ানিন ক্যাম্পোস। এ সময় হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি পার্ক করা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়দের সহায়তায় তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হয়। তবে দুইদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে ৪ আগস্ট মারা যান তিনি।

২০১৮ সালে ইয়ানিন ‘মাস্টারশেফ মেক্সিকো’-এর চতুর্থ সিজনে অংশগ্রহণ করে পরিচিতি লাভ করেন। ওই সিজনে তিনি ৬ষ্ঠ স্থান অর্জন করেন। পরে ‘মাস্টারশেফ: লা রেভাঞ্চা’ নামের আরেকটি মৌসুমে তাকে আবারও আমন্ত্রণ জানানো হয়।

ইয়ানিন ক্যাম্পোস সোশ্যাল মিডিয়াতেও ছিলেন অত্যন্ত জনপ্রিয়। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৭৬ হাজারের বেশি, এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) ৪৩ হাজার এবং টিকটকে রয়েছে এক লাখ ফলোয়ার।

সোশ্যাল মিডিয়ায় তার অনুপ্রেরণামূলক রান্না, জীবনধারা ও ইতিবাচক বার্তা তাকে করে তুলেছিল বিশেষ। নার্স হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত এই তারকা জীবনের বিভিন্ন দিক নিয়ে অনুসারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন।

তার অকাল মৃত্যুতে ভক্ত ও অনুসারীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।