Ovijatra
ঢাকাSunday , 17 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

মেসির গোল-অ্যাসিস্টে ইন্টার মায়ামির জয়

Link Copied!

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ফেরার ম্যাচেই জয় পেয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) রোববার (১৭ আগস্ট) লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন দলটি।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টানা দুই ম্যাচ বাইরে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামেন মেসি। তখন ১-০ গোলে এগিয়ে ছিল মায়ামি। প্রথমার্ধে স্প্যানিশ লেফট-ব্যাক জর্দি আলবার একমাত্র গোলে এগিয়ে যায় দলটি।

৫৯তম মিনিটে জোসেফ প্যাইন্টসিল গোল করে লস অ্যাঞ্জেলসকে সমতায় ফেরান। তবে ম্যাচের শেষ দিকে এসে জ্বলে ওঠেন মেসি।

৮৪তম মিনিটে রদ্রিগো ডি পলের পাস দখলে নিয়ে দারুণ বাঁ-পায়ের শটে গোল করেন তিনি। এরপর ৮৯তম মিনিটে ব্যাকহিলে অসাধারণ অ্যাসিস্ট দেন লুইস সুয়ারেজকে। উরুগুইয়ান ফরোয়ার্ডের নিখুঁত ফিনিশে ৩-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে মায়ামি।

এই জয়ের ফলে আগের ম্যাচে হারার পর টেবিলের ছয়ে নেমে যাওয়া মায়ামি আবার চারে উঠে এসেছে। ২৪ ম্যাচে তাদের সংগ্রহ ৪৫ পয়েন্ট।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।