ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন

হিট প্রজেক্ট প্রাপ্ত যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুই শিক্ষককে সংবর্ধনা

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ০৭:৫৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫ বার পঠিত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে হায়ার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড টেকনোলজি (হিট) প্রজেক্ট প্রাপ্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি)  দুই শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (০১ সেপ্টেম্বর) যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের আয়োজনে ডীন অফিসে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হিট প্রজেক্ট প্রাপ্ত শিক্ষকদ্বয় হলেন- ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মশিয়ার রহমান।

এ বিষয়ে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, দুটি হিট প্রজেক্ট আমাদের অনুষদের জন্য বিরাট অর্জন। প্রথমবারের মতো এমন সংবর্ধনার আয়োজন করেছি। পিআই-এর কাছ থেকে দায়বদ্ধতা বজায় রাখার আশা করি। কেননা প্রজেক্টগুলোর অর্থের উৎস বিশ্বব্যাংকের ঋণ এবং এ ঋণ শোধ করতে হবে দেশের সাধারণ মানুষের দেওয়া ভ্যাট-ট্যাক্স থেকে। এ প্রজেক্ট প্রাপ্তির মধ্য দিয়ে আমাদের গবেষণার কার্যক্রমকে আরো সমৃদ্ধি ও শক্তিশালী করবে এবং গবেষণার ফলাফল আমাদের সমাজ ও রাষ্ট্রের কল্যাণ বয়ে আনবে। সর্বোপরি প্রজেক্ট প্রাপ্ত শিক্ষকদেরকে অভিনন্দন ও তাদের জন্য সফলতা কামনা করছি।

সংবর্ধনা অনুষ্ঠানে হিট প্রজেক্ট প্রাপ্ত দুই শিক্ষককে যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ ফুলেল সংবর্ধনা দেন।

উল্লেখ্য, সারাদেশ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) ১৪৮১টি প্রজেক্ট প্রাথমিকভাবে জমা পড়ে । ইউজিসির যাচাই-বাছাই ও প্রেজেন্টেশনের মাধ্যমে মোট ১৫১টি প্রজেক্ট নির্বাচিত হয়, তারমধ্যে  জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুটিসহ মোট পাঁচটি হিট প্রজেক্ট পায় যবিপ্রবি।

জনপ্রিয়

পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

হিট প্রজেক্ট প্রাপ্ত যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুই শিক্ষককে সংবর্ধনা

প্রকাশিত ০৭:৫৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে হায়ার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড টেকনোলজি (হিট) প্রজেক্ট প্রাপ্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি)  দুই শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (০১ সেপ্টেম্বর) যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের আয়োজনে ডীন অফিসে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হিট প্রজেক্ট প্রাপ্ত শিক্ষকদ্বয় হলেন- ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মশিয়ার রহমান।

এ বিষয়ে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, দুটি হিট প্রজেক্ট আমাদের অনুষদের জন্য বিরাট অর্জন। প্রথমবারের মতো এমন সংবর্ধনার আয়োজন করেছি। পিআই-এর কাছ থেকে দায়বদ্ধতা বজায় রাখার আশা করি। কেননা প্রজেক্টগুলোর অর্থের উৎস বিশ্বব্যাংকের ঋণ এবং এ ঋণ শোধ করতে হবে দেশের সাধারণ মানুষের দেওয়া ভ্যাট-ট্যাক্স থেকে। এ প্রজেক্ট প্রাপ্তির মধ্য দিয়ে আমাদের গবেষণার কার্যক্রমকে আরো সমৃদ্ধি ও শক্তিশালী করবে এবং গবেষণার ফলাফল আমাদের সমাজ ও রাষ্ট্রের কল্যাণ বয়ে আনবে। সর্বোপরি প্রজেক্ট প্রাপ্ত শিক্ষকদেরকে অভিনন্দন ও তাদের জন্য সফলতা কামনা করছি।

সংবর্ধনা অনুষ্ঠানে হিট প্রজেক্ট প্রাপ্ত দুই শিক্ষককে যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ ফুলেল সংবর্ধনা দেন।

উল্লেখ্য, সারাদেশ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) ১৪৮১টি প্রজেক্ট প্রাথমিকভাবে জমা পড়ে । ইউজিসির যাচাই-বাছাই ও প্রেজেন্টেশনের মাধ্যমে মোট ১৫১টি প্রজেক্ট নির্বাচিত হয়, তারমধ্যে  জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুটিসহ মোট পাঁচটি হিট প্রজেক্ট পায় যবিপ্রবি।