ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন

যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলে নতুন দুই সহকারী প্রভোস্ট

  • রায়হান আহমদ
  • প্রকাশিত ১১:৩৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪ বার পঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান হলে নতুন দুই সহকারী প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ তারেকুজ্জামান ও ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মাঈন উদ্দিন।

৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবিব স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানা যায়।

অফিস আদেশ বলা হয়, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব মোঃ তারেকুজ্জামান এবং ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক জনাব মাঈন উদ্দিনকে তাদের নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সহকারী প্রভোস্ট এর দায়িত্ব দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী তারা ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

নতুন দায়িত্বপ্রাপ্তির বিষয়ে মাঈন উদ্দিন বলেন, নতুন সহকারী হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালন করার জন্য আমি সর্বদা সচেষ্ট থাকব। শিক্ষার্থীদের একাডেমিক ও আবাসিক পরিবেশকে আরো উন্নত করতে তাদের সহযোগিতা অপরিহার্য। তাই আমি শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং সবাইকে নিয়ে একটি সুন্দর, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করতে চাই।

এই বিষয়ে মোঃ তারেকুজ্জামান বলেন, নিজ বিশ্ববিদ্যালয়ের সেবা করার এ সুযোগ আমার কাছে অত্যন্ত গৌরবের। এই দায়িত্ব আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে, যা আমাকে অনুপ্রাণিত করেছে। হলের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর পরিকল্পনা গ্রহণের ইচ্ছা আছে, তবে তার জন্য কিছুটা সময় প্রয়োজন।

জনপ্রিয়

পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলে নতুন দুই সহকারী প্রভোস্ট

প্রকাশিত ১১:৩৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান হলে নতুন দুই সহকারী প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ তারেকুজ্জামান ও ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মাঈন উদ্দিন।

৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবিব স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানা যায়।

অফিস আদেশ বলা হয়, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব মোঃ তারেকুজ্জামান এবং ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক জনাব মাঈন উদ্দিনকে তাদের নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সহকারী প্রভোস্ট এর দায়িত্ব দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী তারা ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

নতুন দায়িত্বপ্রাপ্তির বিষয়ে মাঈন উদ্দিন বলেন, নতুন সহকারী হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালন করার জন্য আমি সর্বদা সচেষ্ট থাকব। শিক্ষার্থীদের একাডেমিক ও আবাসিক পরিবেশকে আরো উন্নত করতে তাদের সহযোগিতা অপরিহার্য। তাই আমি শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং সবাইকে নিয়ে একটি সুন্দর, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করতে চাই।

এই বিষয়ে মোঃ তারেকুজ্জামান বলেন, নিজ বিশ্ববিদ্যালয়ের সেবা করার এ সুযোগ আমার কাছে অত্যন্ত গৌরবের। এই দায়িত্ব আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে, যা আমাকে অনুপ্রাণিত করেছে। হলের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর পরিকল্পনা গ্রহণের ইচ্ছা আছে, তবে তার জন্য কিছুটা সময় প্রয়োজন।