Ovijatra
ঢাকাThursday , 11 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

কলেজের ক্যান্টিনে খাবারের দাম কমানোর দাবিতে ছাত্রদল নেতা সাইফুলের স্মারকলিপি প্রদান

Link Copied!

হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের ক্যান্টিনে মানসম্মত খাবার ও খাবারের দাম কমানোর দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছেন হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো: সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এই স্মারকলিপি প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ অধ্যক্ষ কর্নেল (অব.) মো. ইমরুল কায়েস, ছাত্রদলের সাবেক সদস্য মো: আসাদুল ইসলামসহ কলেজের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে ক্যান্টিনে খাবারের দাম ও মান শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, যা অনেক সময় স্বাস্থ্য ও মনোসংযোগে নেতিবাচক প্রভাব ফেলছে এই প্রেক্ষাপটে, আমরা একটি খাবার মূল্য তালিকা প্রস্তাব করছি যা সাশ্রয়ী এবং পুষ্টিকর, এবং আশা করছি, এই তালিকাটি অনুসরণ করে আগামী এক সপ্তাহের মধ্যে কলেজ ক্যান্টিনে খাবার সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমরা বিশ্বাস করি, আপনার সদয় বিবেচনায় বিষয়টি গুরুত্ব পাবে এবং শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যান্টিন ব্যবস্থাপনায় উন্নয়ন সাধিত হবে।

এদিকে স্মারকলিপি প্রদান বিষয়ে অধ্যক্ষ কর্নেল (অব.) মো. ইমরুল কায়েস জানান, শিক্ষার্থীদের এ ন্যায্য দাবির বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসাথে ছাত্রদলের এই মহৎ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।