ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন
গাজীপুরের আগুন নিয়ন্ত্রণে গিয়ে দগ্ধ হয়ে মৃত্যুবরণ

মৃত্যুর ১১ দিন পর সন্তানের বাবা হলেন ফায়ার ফাইটার নুরুল হুদা

দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন গাজীপুরের টঙ্গীর সাহসী ফায়ার ফাইটার নুরুল হুদা। রাসায়নিক গুদামের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে গিয়ে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর ১১ দিন পর সোমবার তার পরিবারে এসেছে নতুন প্রাণের ছোঁয়া স্ত্রী আসমা খাতুন ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকের জন্ম হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।

 
চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ সেপ্টেম্বর মারা যান নুরুল হুদা। পরদিন সকালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ২০০৭ সালের ২৯ মার্চ ফায়ার সার্ভিসে যোগ দেন তিনি। মৃত্যুকালে নুরুল হুদা রেখে গেছেন মা-বাবা, অন্তঃসত্ত্বা স্ত্রী, ১০ বছরের মেয়ে নুসরাত নেহা এবং তিন বছরের ছেলে আবিদ হাসানকে।
 
পরিবারের সদস্যরা জানান, রোববার দুপুরে আসমা খাতুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় নুরুল হুদার দ্বিতীয় পুত্রসন্তান। সন্তান জন্মের সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা হাসপাতাল ও পরিবারের পাশে ছিলেন।
 
জন্মের খবর শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ ফায়ার ফাইটারের বাবা আবুল মুনসুর। তিনি বলেন, ‘আমি আমার ছেলেকে হারালাম, কিন্তু সে বাবা হয়ে গেল না দেখে। আমার নাতি জন্ম নিলো এতিম হয়ে। আল্লাহ যেন আমার এই নাতিকে তার হেফাজতে রাখেন।’
 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, ‘আসমা খাতুনকে গতকাল ভর্তি করা হয়। আজ সকালে অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকের জন্ম হয়েছে। মা ও শিশু সুস্থ আছেন। হাসপাতাল পরিচালকসহ আমরা সার্বক্ষণিকভাবে তাদের খোঁজখবর রাখছি।’
 
ফায়ার সার্ভিসের বিভাগীয় ভারপ্রাপ্ত উপপরিচালক পূর্ণ চন্দ্র বলেন, ‘নুরুল হুদার পরিবারের প্রতি সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। আমাদের সহকর্মীরা আসমা খাতুনকে গ্রামের বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আসেন। তাকে বিশেষ কক্ষে রাখা হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ টিম গঠন করে সিজারিয়ান সম্পন্ন করে। শহীদ পরিবারের প্রতি যে সম্মান ও আন্তরিকতা দেখানো হয়েছে, তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।’
জনপ্রিয়

এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস

গাজীপুরের আগুন নিয়ন্ত্রণে গিয়ে দগ্ধ হয়ে মৃত্যুবরণ

মৃত্যুর ১১ দিন পর সন্তানের বাবা হলেন ফায়ার ফাইটার নুরুল হুদা

প্রকাশিত ০৮:৩৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন গাজীপুরের টঙ্গীর সাহসী ফায়ার ফাইটার নুরুল হুদা। রাসায়নিক গুদামের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে গিয়ে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর ১১ দিন পর সোমবার তার পরিবারে এসেছে নতুন প্রাণের ছোঁয়া স্ত্রী আসমা খাতুন ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকের জন্ম হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।

 
চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ সেপ্টেম্বর মারা যান নুরুল হুদা। পরদিন সকালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ২০০৭ সালের ২৯ মার্চ ফায়ার সার্ভিসে যোগ দেন তিনি। মৃত্যুকালে নুরুল হুদা রেখে গেছেন মা-বাবা, অন্তঃসত্ত্বা স্ত্রী, ১০ বছরের মেয়ে নুসরাত নেহা এবং তিন বছরের ছেলে আবিদ হাসানকে।
 
পরিবারের সদস্যরা জানান, রোববার দুপুরে আসমা খাতুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় নুরুল হুদার দ্বিতীয় পুত্রসন্তান। সন্তান জন্মের সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা হাসপাতাল ও পরিবারের পাশে ছিলেন।
 
জন্মের খবর শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ ফায়ার ফাইটারের বাবা আবুল মুনসুর। তিনি বলেন, ‘আমি আমার ছেলেকে হারালাম, কিন্তু সে বাবা হয়ে গেল না দেখে। আমার নাতি জন্ম নিলো এতিম হয়ে। আল্লাহ যেন আমার এই নাতিকে তার হেফাজতে রাখেন।’
 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, ‘আসমা খাতুনকে গতকাল ভর্তি করা হয়। আজ সকালে অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকের জন্ম হয়েছে। মা ও শিশু সুস্থ আছেন। হাসপাতাল পরিচালকসহ আমরা সার্বক্ষণিকভাবে তাদের খোঁজখবর রাখছি।’
 
ফায়ার সার্ভিসের বিভাগীয় ভারপ্রাপ্ত উপপরিচালক পূর্ণ চন্দ্র বলেন, ‘নুরুল হুদার পরিবারের প্রতি সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। আমাদের সহকর্মীরা আসমা খাতুনকে গ্রামের বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আসেন। তাকে বিশেষ কক্ষে রাখা হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ টিম গঠন করে সিজারিয়ান সম্পন্ন করে। শহীদ পরিবারের প্রতি যে সম্মান ও আন্তরিকতা দেখানো হয়েছে, তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই।’