ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঢাকেবির অধ্যাদেশের পক্ষে চার ছাত্র সংগঠনের সংহতি প্রকাশ Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদন

৯ মাসে ধর্ষণ ৬৬৩, রাজনৈতিক সহিংসতায় নিহত ১০৭, নির্যাতিত ৩৪০ সাংবাদিক

চলতি বছরের প্রথম ৯ মাসে ৬৬৩ নারী ধর্ষণের শিকার হয়েছেন। কমপক্ষে ৬৯২টি ‘রাজনৈতিক সহিংসতার’ ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১০৭ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৫ হাজার ৫৭৯ জন। একই সময়ে ২ সাংবাদিক হত্যাসহ ৩৪০ সাংবাদিক নির্যাতন, নীপিড়নের শিকার হয়েছেন। মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

এইচআরএসএসের পর্যবেক্ষণে বলা হয়, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরও মানবাধিকার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি হয়নি। ২০২৫ সালের প্রথম নয় মাসেও মানবাধিকার পরিস্থিতির প্রকৃত অবস্থা উদ্বেগজনক।

সংস্থাটির তথ্য মতে, গত ৯ মাসে কমপক্ষে এক হাজার ৫১১ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন কমপক্ষে ৬৬৩ জন, যাদের মধ্যে ৩৯৩ (৫৯ শতাংশ) জন ১৮ বছরের কম বয়সী শিশু।

এছাড়া ১৫২ (২২ শতাংশ) জন নারী ও কন্যা শিশু সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৯ জনকে ও আত্মহত্যা করেছেন ৯ জন নারী। এছাড়া ৩২৬ জন নারী ও কন্যা শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছেন যাদের মধ্যে ১৯৩ জন শিশু।

প্রতিবেদনে রাজনৈতিক সহিংসতার পরিস্থিতি তুলে ধরে বলা হয়, জানুয়ারি-সেপ্টেম্বর এ নয় মাসে কমপক্ষে ৬৯২টি ‘রাজনৈতিক সহিংসতার’ ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১০৭ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৫ হাজার ৫৭৯ জন। আর এসব হতাহতের ঘটনা ঘটেছে আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিশোধ পরায়ণতা, সমাবেশ কেন্দ্রিক সহিংসতা, কমিটি গঠন নিয়ে বিরোধ, চাঁদাবাজি ও বিভিন্ন স্থাপনা দখলকে কেন্দ্র করে। সহিংসতার এসব ঘটনা ঘটেছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে।

22
১৩ সেপ্টেম্বর ২০২৫ কক্সবাজারের উখিয়ায় একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০০৯ এর সংশোধন বিষয়ক পরামর্শ-কর্মশালা। ছবি: সংগৃহীত

এইচআরএসএস বলছে, বছরের প্রথম ৯ মাসে ২৩৬টি হামলার ঘটনায় ৩৪০ জন সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এ সকল ঘটনায় হত্যা করা হয়েছে ২ জন সাংবাদিকে, আহত হয়েছেন অন্ততপক্ষে ২০৯ জন, লাঞ্ছনার শিকার হয়েছেন ৩৬ জন।

মব সহিংসতা: ‘মব’ সহিংসতাকে উদ্বেগজনক উল্লেখ করে সংস্থার প্রতিবেদনে বলা হয়, গত নয় মাসে মব সহিংসতা ও গণপিটুনীর ২৩৯টি ঘটনায় নিহত হয়েছেন ১৩০ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ২১২ জন। এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসে সারাদেশে কারাগারে কমপক্ষে ৬১ জন আসামি মারা গেছেন। ৬১ জনের মধ্যে ১৯ জন কয়েদি ও ৪২ জন হাজতি। গত নয় মাসে ১৭৬টি শ্রমিক নির্যাতনের ঘটনায় নিহত হয়েছেন ৭৪ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৮২৮ জন।

এইচআরএসএসের প্রতিবেদন অনুযায়ী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কমপক্ষে ২২টি হামলার ঘটনায় পাঁচজন আহত, পাঁচটি মন্দির, ৩৭টি প্রতিমা ও ৩৮টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

3912
সারা বিশ্বে মানবাধিকারের বিষয়ে শেখানো মানুষেরাই ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।  ৩০ আগস্ট ’২৫ ঢাকায় আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’ এ অংশ নিয়ে বক্তারা এসব বলেন। ছবি: সংগৃহীত

এছাড়াও জমি দখলের মতো তিনটি ঘটনা ঘটেছে। এছাড়া এই সময়ে সারাদেশে ৫০টির বেশি মাজারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে ৬১টি হামলার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলিবিদ্ধ হয়ে ২৩ জন বাংলাদেশি নিহত, ৩৪ জন আহত ও ৫৬ জন গ্রেপ্তারের তথ্য দিয়েছে এইচআরএসএস।

গত নয় মাসে কমপক্ষে এক হাজার ৬৫ শিশু নির্যাতনের শিকার হয়েছেন, যাদের মধ্যে ২০৯ জন প্রাণ হারিয়েছেন।

এইচআরএসএসের সংগৃহীত তথ্য অনুযায়ী, গত নয় মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে  সংষর্ষে, হেফাজতে ও নির্যাতনে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে আটজন সংঘর্ষে বা বন্দুকযুদ্ধের নামে, ৪ জন নির্যাতনে, ১০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে এবং ছয়জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

এছাড়া পুলিশের ভয়ে পালাতে গিয়ে গত নয় মাসে সাতজনের মৃত্যু হয়েছে। গত ১১ জুলাই শুক্রবার রাজধানীর ভাটারা থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বিষ পান করে ফিরোজা আশরাফী নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষিকার মৃত্যু হয়।

এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়, বছরের প্রথম ৯ মাসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মী এবং অন্যান্য দলের নেতাকর্মীদের নামে কমপক্ষে ১৬৬টি মামলা হয়েছে। এসব মামলায় ১০ হাজার ৩৮৫ জনের নাম উল্লেখ করে এবং ৩৪ হাজার ১৩৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এছাড়া ৯ মাসে বিভিন্ন মামলায় এবং যৌথবাহিনীর বিশেষ অভিযানে কমপক্ষে ৪৪ হাজার ৯৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের অধিকাংশই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী।

জনপ্রিয়

ঢাকেবির অধ্যাদেশের পক্ষে চার ছাত্র সংগঠনের সংহতি প্রকাশ

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদন

৯ মাসে ধর্ষণ ৬৬৩, রাজনৈতিক সহিংসতায় নিহত ১০৭, নির্যাতিত ৩৪০ সাংবাদিক

প্রকাশিত ১০:০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

চলতি বছরের প্রথম ৯ মাসে ৬৬৩ নারী ধর্ষণের শিকার হয়েছেন। কমপক্ষে ৬৯২টি ‘রাজনৈতিক সহিংসতার’ ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১০৭ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৫ হাজার ৫৭৯ জন। একই সময়ে ২ সাংবাদিক হত্যাসহ ৩৪০ সাংবাদিক নির্যাতন, নীপিড়নের শিকার হয়েছেন। মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

এইচআরএসএসের পর্যবেক্ষণে বলা হয়, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরও মানবাধিকার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি হয়নি। ২০২৫ সালের প্রথম নয় মাসেও মানবাধিকার পরিস্থিতির প্রকৃত অবস্থা উদ্বেগজনক।

সংস্থাটির তথ্য মতে, গত ৯ মাসে কমপক্ষে এক হাজার ৫১১ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন কমপক্ষে ৬৬৩ জন, যাদের মধ্যে ৩৯৩ (৫৯ শতাংশ) জন ১৮ বছরের কম বয়সী শিশু।

এছাড়া ১৫২ (২২ শতাংশ) জন নারী ও কন্যা শিশু সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৯ জনকে ও আত্মহত্যা করেছেন ৯ জন নারী। এছাড়া ৩২৬ জন নারী ও কন্যা শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছেন যাদের মধ্যে ১৯৩ জন শিশু।

প্রতিবেদনে রাজনৈতিক সহিংসতার পরিস্থিতি তুলে ধরে বলা হয়, জানুয়ারি-সেপ্টেম্বর এ নয় মাসে কমপক্ষে ৬৯২টি ‘রাজনৈতিক সহিংসতার’ ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১০৭ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৫ হাজার ৫৭৯ জন। আর এসব হতাহতের ঘটনা ঘটেছে আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিশোধ পরায়ণতা, সমাবেশ কেন্দ্রিক সহিংসতা, কমিটি গঠন নিয়ে বিরোধ, চাঁদাবাজি ও বিভিন্ন স্থাপনা দখলকে কেন্দ্র করে। সহিংসতার এসব ঘটনা ঘটেছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে।

22
১৩ সেপ্টেম্বর ২০২৫ কক্সবাজারের উখিয়ায় একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০০৯ এর সংশোধন বিষয়ক পরামর্শ-কর্মশালা। ছবি: সংগৃহীত

এইচআরএসএস বলছে, বছরের প্রথম ৯ মাসে ২৩৬টি হামলার ঘটনায় ৩৪০ জন সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এ সকল ঘটনায় হত্যা করা হয়েছে ২ জন সাংবাদিকে, আহত হয়েছেন অন্ততপক্ষে ২০৯ জন, লাঞ্ছনার শিকার হয়েছেন ৩৬ জন।

মব সহিংসতা: ‘মব’ সহিংসতাকে উদ্বেগজনক উল্লেখ করে সংস্থার প্রতিবেদনে বলা হয়, গত নয় মাসে মব সহিংসতা ও গণপিটুনীর ২৩৯টি ঘটনায় নিহত হয়েছেন ১৩০ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ২১২ জন। এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসে সারাদেশে কারাগারে কমপক্ষে ৬১ জন আসামি মারা গেছেন। ৬১ জনের মধ্যে ১৯ জন কয়েদি ও ৪২ জন হাজতি। গত নয় মাসে ১৭৬টি শ্রমিক নির্যাতনের ঘটনায় নিহত হয়েছেন ৭৪ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ৮২৮ জন।

এইচআরএসএসের প্রতিবেদন অনুযায়ী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কমপক্ষে ২২টি হামলার ঘটনায় পাঁচজন আহত, পাঁচটি মন্দির, ৩৭টি প্রতিমা ও ৩৮টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

3912
সারা বিশ্বে মানবাধিকারের বিষয়ে শেখানো মানুষেরাই ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।  ৩০ আগস্ট ’২৫ ঢাকায় আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’ এ অংশ নিয়ে বক্তারা এসব বলেন। ছবি: সংগৃহীত

এছাড়াও জমি দখলের মতো তিনটি ঘটনা ঘটেছে। এছাড়া এই সময়ে সারাদেশে ৫০টির বেশি মাজারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে ৬১টি হামলার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলিবিদ্ধ হয়ে ২৩ জন বাংলাদেশি নিহত, ৩৪ জন আহত ও ৫৬ জন গ্রেপ্তারের তথ্য দিয়েছে এইচআরএসএস।

গত নয় মাসে কমপক্ষে এক হাজার ৬৫ শিশু নির্যাতনের শিকার হয়েছেন, যাদের মধ্যে ২০৯ জন প্রাণ হারিয়েছেন।

এইচআরএসএসের সংগৃহীত তথ্য অনুযায়ী, গত নয় মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে  সংষর্ষে, হেফাজতে ও নির্যাতনে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে আটজন সংঘর্ষে বা বন্দুকযুদ্ধের নামে, ৪ জন নির্যাতনে, ১০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে এবং ছয়জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

এছাড়া পুলিশের ভয়ে পালাতে গিয়ে গত নয় মাসে সাতজনের মৃত্যু হয়েছে। গত ১১ জুলাই শুক্রবার রাজধানীর ভাটারা থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বিষ পান করে ফিরোজা আশরাফী নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষিকার মৃত্যু হয়।

এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়, বছরের প্রথম ৯ মাসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মী এবং অন্যান্য দলের নেতাকর্মীদের নামে কমপক্ষে ১৬৬টি মামলা হয়েছে। এসব মামলায় ১০ হাজার ৩৮৫ জনের নাম উল্লেখ করে এবং ৩৪ হাজার ১৩৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এছাড়া ৯ মাসে বিভিন্ন মামলায় এবং যৌথবাহিনীর বিশেষ অভিযানে কমপক্ষে ৪৪ হাজার ৯৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের অধিকাংশই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী।