ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন Logo জাবিতে পুনরায় অটোরিক্সা চালুর অনুমোদনে কমিটি গঠন Logo জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মানহানির মামলা, ছাত্রদলের নিন্দা Logo পরিবেশ সচেতনতায় ইবি গ্রীন ভয়েসের পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা

সাজিদ হত্যার শততম দিবসে ইবিতে বিচারহীনতার প্রতিবাদে প্রতীকী কফিন মিছিল

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০২:১৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৪৩ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারহীনতার ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে প্রতিকী লাশ মিছিল করেছে শিক্ষার্থীরা।

রোববার (২৬ আগস্ট) দুপুর ১২টায় শাহ আজিজুর রহমান হল পুকুর পাড় থেকে মিছিলটি শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এক সমাবেশে জড়ো হয় শিক্ষার্থীরা। এসময় আগামী সাতদিনের মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী, প্রতীকী কফিন মিছিলের আহ্বায়ক বুরহান কবির এবং ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাতসহ অর্ধশতাধিক শিক্ষার্থী।

সমাবেশে বক্তারা বলেন, সাজিদ হত্যার ১০০ দিন পেরিয়ে গেলেও এখনো দোষীদের গ্রেফতার করা হয়নি। আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখেছি একজন ছাত্র খুন হওয়ার তিন থেকে সাতদিনের মধ্যে খুনিদের গ্রেফতার করা হয়, ইবি প্রশাসন এতটাই অদক্ষ ও অযোগ্য যে তিন মাস দশদিন পরেও খুনিদের কোনো কিছুই বের করতে পারেনি। আমরা চাই অতিদ্রুত খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

ইবি ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, সাজিদের হত্যার ১০০ দিন পেরিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত খুনিদের গ্রেফতার আমরা দেখতে পাইনি। আমরা সাজিদের বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না। এই খুনের বিচার যদি নিশ্চিত করতে না পারি তাহলে আমাদের ক্যাম্পাসের কোনো শিক্ষার্থী নিরাপত্তাবোধ করবে না। আজকে আমার ভাই-বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা প্রশাসনের কাছে জানতে চাই এমন কী আছে যে কারণে এখনো খুনিদের গ্রেফতার করা হচ্ছে না। আমরা প্রশাসনকে বলছি অতিদ্রুত খুনিদের গ্রেফতার করার ব্যবস্থা করুন।

ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “শহিদ সাজিদ আব্দুল্লাহ খুন হয়েছে আজকে ১০১ তম দিন চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অথর্বের ভূমিকায় আছে। সিআইডিকে তদন্তভার দিয়েছে, সিআইডি কর্তৃপক্ষ বারবার সময় নিচ্ছে। আমার বিশ্বাস আছে সিআইডির তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিআইডি ছাত্রনেতারা ও শিক্ষার্থীদের সঙ্গে বসবে। কিন্তু আজকের এই বসা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিআইডি কর্তৃপক্ষের সঙ্গে শেষ বসা। এরপরে আমরা এক সপ্তাহ সময় দিব। খুনি যত শক্তিশালী হোক না কেন তাদের গ্রেফতার করতে হবে। যতদিন পর্যন্ত সাজিদের খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।”

উল্লেখ্য, গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র সাজিদ আবদুল্লাহর লাশ ভেসে উঠে। সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানানো হয় ভিসেরা রিপোর্টে। বর্তমানে এই মামলাটি সিআইডির নিকট তদন্তাধীন।

জনপ্রিয়

NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায়

সাজিদ হত্যার শততম দিবসে ইবিতে বিচারহীনতার প্রতিবাদে প্রতীকী কফিন মিছিল

প্রকাশিত ০২:১৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারহীনতার ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে প্রতিকী লাশ মিছিল করেছে শিক্ষার্থীরা।

রোববার (২৬ আগস্ট) দুপুর ১২টায় শাহ আজিজুর রহমান হল পুকুর পাড় থেকে মিছিলটি শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এক সমাবেশে জড়ো হয় শিক্ষার্থীরা। এসময় আগামী সাতদিনের মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী, প্রতীকী কফিন মিছিলের আহ্বায়ক বুরহান কবির এবং ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাতসহ অর্ধশতাধিক শিক্ষার্থী।

সমাবেশে বক্তারা বলেন, সাজিদ হত্যার ১০০ দিন পেরিয়ে গেলেও এখনো দোষীদের গ্রেফতার করা হয়নি। আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখেছি একজন ছাত্র খুন হওয়ার তিন থেকে সাতদিনের মধ্যে খুনিদের গ্রেফতার করা হয়, ইবি প্রশাসন এতটাই অদক্ষ ও অযোগ্য যে তিন মাস দশদিন পরেও খুনিদের কোনো কিছুই বের করতে পারেনি। আমরা চাই অতিদ্রুত খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

ইবি ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, সাজিদের হত্যার ১০০ দিন পেরিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত খুনিদের গ্রেফতার আমরা দেখতে পাইনি। আমরা সাজিদের বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না। এই খুনের বিচার যদি নিশ্চিত করতে না পারি তাহলে আমাদের ক্যাম্পাসের কোনো শিক্ষার্থী নিরাপত্তাবোধ করবে না। আজকে আমার ভাই-বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা প্রশাসনের কাছে জানতে চাই এমন কী আছে যে কারণে এখনো খুনিদের গ্রেফতার করা হচ্ছে না। আমরা প্রশাসনকে বলছি অতিদ্রুত খুনিদের গ্রেফতার করার ব্যবস্থা করুন।

ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “শহিদ সাজিদ আব্দুল্লাহ খুন হয়েছে আজকে ১০১ তম দিন চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অথর্বের ভূমিকায় আছে। সিআইডিকে তদন্তভার দিয়েছে, সিআইডি কর্তৃপক্ষ বারবার সময় নিচ্ছে। আমার বিশ্বাস আছে সিআইডির তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিআইডি ছাত্রনেতারা ও শিক্ষার্থীদের সঙ্গে বসবে। কিন্তু আজকের এই বসা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিআইডি কর্তৃপক্ষের সঙ্গে শেষ বসা। এরপরে আমরা এক সপ্তাহ সময় দিব। খুনি যত শক্তিশালী হোক না কেন তাদের গ্রেফতার করতে হবে। যতদিন পর্যন্ত সাজিদের খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।”

উল্লেখ্য, গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র সাজিদ আবদুল্লাহর লাশ ভেসে উঠে। সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানানো হয় ভিসেরা রিপোর্টে। বর্তমানে এই মামলাটি সিআইডির নিকট তদন্তাধীন।