কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলে মেধার ভিত্তিতে সিট বণ্টন ও রিডিং রুমে চাকরিসংক্রান্ত বইয়ের ব্যবস্থা করাসহ ২০ দফা দাবি জানিয়েছে হল শাখা ছাত্রশিবির।
মঙ্গলবার (২৭ অক্টোবর) লালন শাহ হল প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটি। এ সময় ইবি ছাত্রশিবিরের হল শাখা সভাপতি মাহমুদুল ইসলাম, সেক্রেটারি মোতাসিম বিল্লাহ নাকিব ও এইচআরএম সম্পাদক জানে আলম জুয়েল উপস্থিত ছিলেন।
অন্য দাবিগুলোর মধ্যে, মেধার ভিত্তিতে সিট বণ্টনের পাশাপাশি নিরবিচ্ছিন্ন ও দ্রুতগতির ওয়াই-ফাই সংযোগ, ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন ও ন্যায্য মূল্য নির্ধারণ, প্রশাসনের পক্ষ থেকে ভর্তুকি বৃদ্ধি, হল মসজিদ ও রিডিং রুমে এসি স্থাপন, নিয়মিত পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ, প্রতিটি রুমে সিলিং ফ্যান সংযোজন, রিডিং রুমে জব রিলেটেড বইয়ের ব্যবস্থা, নিরাপত্তা জোরদার ও ২৪ ঘণ্টা প্রহরী নিশ্চিত করা, গেস্ট রুম সংস্কার, জাতীয় দিবসে বিশেষ খাবারের আয়োজন, টয়লেট ও বাথরুমে পর্যাপ্ত আলো ও পরিচ্ছন্নতা, কনফারেন্স রুম ও সিসিটিভি ক্যামেরা স্থাপন, হলের সৌন্দর্যবর্ধন, দেয়ালে থাকা ফ্যাসিস্টদের নাম অপসারণ, ময়লা ফেলার ঢাকনাযুক্ত ডাস্টবিন স্থাপন এবং সাপের উৎপাত নিরসনে স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
হল শাখা সভাপতি মাহমুদুল ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে হল সংস্কারের লক্ষ্যে নানাবিধ সমস্যা প্রভোস্ট স্যারের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে বেশকিছু সংস্কার কাজ বাস্তবায়ন সম্পন্ন করেছি। আমাদের হলের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নানাবিধ সমস্যা ও সীমাবদ্ধতার মধ্যে বসবাস করছে। যা তাদের লেখাপড়ায় ব্যাঘাত সৃষ্টি করছে। শিক্ষার্থীদের এই দীর্ঘস্থায়ী সমস্যাগুলোর দ্রুত সমাধানের দাবিতে ছাত্রশিবিরের পক্ষ থেকে হল প্রশাসনের নিকট ২০ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি পেশ করেছি। আমরা আশা করছি, প্রশাসন শিক্ষার্থীদের ন্যায্য এই দাবিগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেবে।
এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান বলেন, শিক্ষার্থীদের কল্যাণে স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো ইতিবাচক। এর মধ্যে কিছু দাবি ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে, কয়েকটির কাজ চলমান এবং বাকি বিষয়গুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তবে হলের সীমিত বাজেটের কারণে সব দাবি একসঙ্গে বাস্তবায়ন সম্ভব নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করলে দাবিগুলো বাস্তবায়ন সহজ হবে।
















