ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ Logo ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার ও ইওয়াই-এর যৌথ উদ্যোগের দশ বছর পূর্তি উদযাপন Logo ‎কুবিতে আদিবাসী ছাত্র সংসদের নবীনবরণ ও প্রবীণ বিদায় Logo ‎কুবিতে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল 

জেলে বন্দিদের মদ পার্টি, নাচ-গানের ভিডিও ফাঁস

জেলে বন্দিদের মদ পার্টি, নাচ-গানের ভিডিও ফাঁস

ভারতের বেঙ্গালুরু কেন্দ্রীয় কারাগারে ঘটে গেল অবিশ্বাস্য এক ঘটনা। জেলের ভেতর বন্দিদের মদ খাওয়া, নাচ-গান ও পার্টি করার ভিডিও ফাঁস হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এতে দেশজুড়ে চাঞ্চল্য ও তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

ভিডিওতে দেখা গেছে, কয়েকজন বন্দি প্লাস্টিকের গ্লাসে মদ পান করছেন, টেবিলে সাজানো কাটা ফল ও ভাজা চিনাবাদাম। আরেকটি ভিডিওতে দেখা যায়, চারটি মদের বোতল টেবিলে রেখে বন্দিরা সুরের তালে নাচছেন ও আনন্দ করছেন।

এর আগের দিন শনিবার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় আরেক চাঞ্চল্যকর ভিডিও। সেখানে দেখা যায়, আইএসআইএস সদস্য জুহাইব হামিদ শাকিল মান্না জেলের ভেতর মোবাইল ফোনে কথা বলছেন এবং চা পান করছেন।

অন্য এক ভিডিওতে দেখা যায়, সিরিয়াল খুনি ও ধর্ষক উমেশ রেড্ডি জেলের ভেতর দুটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন ফোন ব্যবহার করছেন। যদিও তার মৃত্যুদণ্ডের রায় ২০২২ সালে পরিবর্তন করে ৩০ বছরের কারাদণ্ডে রূপান্তর করা হয়।

এছাড়া রাজু নামের এক কয়েদির ভিডিওতেও দেখা গেছে, তিনি জেলের ভেতর মোবাইল ফোনে কথা বলতে বলতে রান্না করছেন। রাজু সোনা চোরাচালান মামলার আসামি, যাকে জেনেভায় পালানোর সময় গ্রেপ্তার করা হয়।

জেলের ভেতর এভাবে মদ পার্টি ও ফোন ব্যবহারের ভিডিও ফাঁস হওয়ায় কর্ণাটক রাজ্য সরকার নড়েচড়ে বসেছে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি. পরমেশ্বর বলেছেন, যে কারা কর্মকর্তা বা কর্মচারী এই ঘটনায় জড়িত, কাউকেই ছাড় দেওয়া হবে না। পুরো ঘটনা তদন্তাধীন।

ইতোমধ্যেই কারা বিভাগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাতে কারাগারের ভেতরে কিভাবে এ ধরনের বিলাসবহুল পার্টির আয়োজন হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বিভিন্ন রাজ্যের কারাগারে বন্দিদের বিলাসবহুল জীবনযাপন, মোবাইল ও মাদক ব্যবহারের অভিযোগ একাধিকবার সামনে এসেছে। তবে বেঙ্গালুরু কেন্দ্রীয় কারাগারের এই ঘটনা নিরাপত্তা ও শৃঙ্খলার চরম ভাঙন হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

জনপ্রিয়

জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ 

জেলে বন্দিদের মদ পার্টি, নাচ-গানের ভিডিও ফাঁস

প্রকাশিত ০৯:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

ভারতের বেঙ্গালুরু কেন্দ্রীয় কারাগারে ঘটে গেল অবিশ্বাস্য এক ঘটনা। জেলের ভেতর বন্দিদের মদ খাওয়া, নাচ-গান ও পার্টি করার ভিডিও ফাঁস হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এতে দেশজুড়ে চাঞ্চল্য ও তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

ভিডিওতে দেখা গেছে, কয়েকজন বন্দি প্লাস্টিকের গ্লাসে মদ পান করছেন, টেবিলে সাজানো কাটা ফল ও ভাজা চিনাবাদাম। আরেকটি ভিডিওতে দেখা যায়, চারটি মদের বোতল টেবিলে রেখে বন্দিরা সুরের তালে নাচছেন ও আনন্দ করছেন।

এর আগের দিন শনিবার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় আরেক চাঞ্চল্যকর ভিডিও। সেখানে দেখা যায়, আইএসআইএস সদস্য জুহাইব হামিদ শাকিল মান্না জেলের ভেতর মোবাইল ফোনে কথা বলছেন এবং চা পান করছেন।

অন্য এক ভিডিওতে দেখা যায়, সিরিয়াল খুনি ও ধর্ষক উমেশ রেড্ডি জেলের ভেতর দুটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন ফোন ব্যবহার করছেন। যদিও তার মৃত্যুদণ্ডের রায় ২০২২ সালে পরিবর্তন করে ৩০ বছরের কারাদণ্ডে রূপান্তর করা হয়।

এছাড়া রাজু নামের এক কয়েদির ভিডিওতেও দেখা গেছে, তিনি জেলের ভেতর মোবাইল ফোনে কথা বলতে বলতে রান্না করছেন। রাজু সোনা চোরাচালান মামলার আসামি, যাকে জেনেভায় পালানোর সময় গ্রেপ্তার করা হয়।

জেলের ভেতর এভাবে মদ পার্টি ও ফোন ব্যবহারের ভিডিও ফাঁস হওয়ায় কর্ণাটক রাজ্য সরকার নড়েচড়ে বসেছে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি. পরমেশ্বর বলেছেন, যে কারা কর্মকর্তা বা কর্মচারী এই ঘটনায় জড়িত, কাউকেই ছাড় দেওয়া হবে না। পুরো ঘটনা তদন্তাধীন।

ইতোমধ্যেই কারা বিভাগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাতে কারাগারের ভেতরে কিভাবে এ ধরনের বিলাসবহুল পার্টির আয়োজন হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বিভিন্ন রাজ্যের কারাগারে বন্দিদের বিলাসবহুল জীবনযাপন, মোবাইল ও মাদক ব্যবহারের অভিযোগ একাধিকবার সামনে এসেছে। তবে বেঙ্গালুরু কেন্দ্রীয় কারাগারের এই ঘটনা নিরাপত্তা ও শৃঙ্খলার চরম ভাঙন হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: এনডিটিভি