ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে অংশীজন অন্তর্ভুক্তিতে সরকারের অনাগ্রহ নিয়ে উদ্বিগ্ন তামাক শিল্প Logo ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটিতে কবি নজরুল কলেজের উবায়দুল্লাহ, তাজিম Logo শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ক্র্যাবে’র শ্রদ্ধা নিবেদন Logo শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাবিতে আলোকচিত্র প্রদর্শনী Logo যথাযথ মর্যাদায় যবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন Logo জাবি রোভার স্কাউটসের সভাপতি খায়রুল, সম্পাদক তাওফিক Logo শহীদ বুদ্ধিজীবী দিবসে জাবিতে ছাত্রশক্তির আয়োজনে প্রামাণ্য চিত্র প্রদর্শন Logo জাবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত Logo জাবির নবনির্মিত ছয় আবাসিক হলে গ্যাস সংযোগ উদ্বোধন Logo শিক্ষার্থীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার হত্যার হুমকি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি প্রদান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি অযৌক্তিকভাবে ও বৈষম্যমূলকভাবে বৃদ্ধি করার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ প্ল্যাটফর্ম।

মঙ্গলবার (২৫শে নভেম্বর) বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয় , সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আবেদন ফি কোনোভাবেই অতিরিক্ত আর্থিক চাপ হয়ে দাঁড়ানো উচিত নয়। আবেদন ফি বাড়ানোকে অযৌক্তিক ও বৈষম্যমূলক। যা উচ্চশিক্ষায় প্রবেশাধিকার অর্জনের নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং নিম্ন-মধ্যবিত্ত শিক্ষার্থীদের জন্য বাধা সৃষ্টি করছে।

স্মারকলিপিতে তিন দফা দাবি উত্থাপন করা হয়। যেগুলো হলো ২০২৫–২৬ শিক্ষাবর্ষের আবেদন ফি অবিলম্বে যুক্তিযুক্ত পর্যায়ে পুনর্নির্ধারণ। সার্ভিস চার্জ সম্পূর্ণ বাতিল এবং আবেদন ফিতে কোনো অতিরিক্ত ফি আরোপ না করা এবং নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা বিবেচনায় সামাজিক ন্যায় ও সমতা নিশ্চিতকারী ভর্তি নীতিমালা প্রণয়ন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত না মিললে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

এ বিষয়ে প্লাটফর্মটির অন্যতম আহ্বায়ক সজিব আহমেদ জেনিস বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদনপত্রের মূল্য বৃদ্ধি এবং সার্ভিস চার্জ বৃদ্ধির অযুহাতে পূর্বে আবেদনপত্রের মূল্য ছিল যেখানে ৬০০ টাকা সেটা বর্তমানে ৮০০ টাকা করেছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেখানে একটি ইউনিটে আবেদন করলে বাকিগুলোতেও পরিক্ষা দিতে পারবে। সেখানে জাহাঙ্গীরনগরে শিক্ষার্থীরা একাধিক ইউনিটে পরীক্ষা দিলে প্রত্যেক ইউনিটের জন্য আলাদাভাবে ফর্মের মূল্য দিতে হয়।

প্রত্যেক ইউনিটের জন্য আলাদাভাবে ফর্মের মূল্য দেয়ার যে নিয়ম চালু হয়েছে, তার বিপরীতে শুধু একটি ফর্মের মূল্য নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানান জেনিস।

জনপ্রিয়

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে অংশীজন অন্তর্ভুক্তিতে সরকারের অনাগ্রহ নিয়ে উদ্বিগ্ন তামাক শিল্প

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি প্রদান

প্রকাশিত ০৮:২২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি অযৌক্তিকভাবে ও বৈষম্যমূলকভাবে বৃদ্ধি করার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ প্ল্যাটফর্ম।

মঙ্গলবার (২৫শে নভেম্বর) বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয় , সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য আবেদন ফি কোনোভাবেই অতিরিক্ত আর্থিক চাপ হয়ে দাঁড়ানো উচিত নয়। আবেদন ফি বাড়ানোকে অযৌক্তিক ও বৈষম্যমূলক। যা উচ্চশিক্ষায় প্রবেশাধিকার অর্জনের নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং নিম্ন-মধ্যবিত্ত শিক্ষার্থীদের জন্য বাধা সৃষ্টি করছে।

স্মারকলিপিতে তিন দফা দাবি উত্থাপন করা হয়। যেগুলো হলো ২০২৫–২৬ শিক্ষাবর্ষের আবেদন ফি অবিলম্বে যুক্তিযুক্ত পর্যায়ে পুনর্নির্ধারণ। সার্ভিস চার্জ সম্পূর্ণ বাতিল এবং আবেদন ফিতে কোনো অতিরিক্ত ফি আরোপ না করা এবং নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা বিবেচনায় সামাজিক ন্যায় ও সমতা নিশ্চিতকারী ভর্তি নীতিমালা প্রণয়ন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত না মিললে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

এ বিষয়ে প্লাটফর্মটির অন্যতম আহ্বায়ক সজিব আহমেদ জেনিস বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদনপত্রের মূল্য বৃদ্ধি এবং সার্ভিস চার্জ বৃদ্ধির অযুহাতে পূর্বে আবেদনপত্রের মূল্য ছিল যেখানে ৬০০ টাকা সেটা বর্তমানে ৮০০ টাকা করেছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেখানে একটি ইউনিটে আবেদন করলে বাকিগুলোতেও পরিক্ষা দিতে পারবে। সেখানে জাহাঙ্গীরনগরে শিক্ষার্থীরা একাধিক ইউনিটে পরীক্ষা দিলে প্রত্যেক ইউনিটের জন্য আলাদাভাবে ফর্মের মূল্য দিতে হয়।

প্রত্যেক ইউনিটের জন্য আলাদাভাবে ফর্মের মূল্য দেয়ার যে নিয়ম চালু হয়েছে, তার বিপরীতে শুধু একটি ফর্মের মূল্য নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানান জেনিস।