Ovijatra
ঢাকাWednesday , 23 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

ড্যাপ সংশোধনের বিষয়ে মতামত দিলেন সংশ্লিষ্টরা

Link Copied!

খসড়া ইমারত নির্মাণ বিধিমালা, ২০২৪ এবং বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বিষয়ক দিনব্যাপী কর্মশালা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। কর্মশালায় ড্যাপ সংশোধনের বিষয়ে মতামত দিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার (২৩ অক্টোবর) রাজউকের সভাকক্ষে চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান সরকারের সভাপতিত্বে খসড়া ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা, ২০২৪ এবং বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) (২০২২-২০৩৫) সংশোধন বিষয়ক কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, সংস্থার কর্মকর্তাদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, কর্মশালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নগর পরিকল্পনাবিদ (পরিকল্পনা প্রণয়ন) মাহফুজা আক্তার ‘খসড়া ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা, ২০২৪ এবং বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) (২০২২-২০৩৫)’ সংশোধনের বিষয়ে বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত মতামতের সারসংক্ষেপ উপস্থাপনা করেন।

সেই উপস্থাপনায় ইমারত নির্মাণ বিধিমালা, ২০২৪ এবং বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) (২০২২-২০৩৫) কোন মূলনীতির ভিত্তিতে সংশোধন করা হবে, তা সংশোধনের উদ্দেশ্য ও পদ্ধতি সম্পর্কে আলোকপাত করা হয়। উপস্থাপনা শেষে অংশগ্রহণকারী কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামত দেন।

কর্মশালায় উপস্থিত সবাই ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০২৪ এবং বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) (২০২২-২০৩৫) কে আরও সহজবোধ্য, বাস্তবধর্মী এবং বাস্তবায়নযোগ্য করে সংশোধন করার বিষয়ে মতামত ব্যক্ত করেন।

কর্মশালার অংশগ্রহণকারী কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনের পর খসড়া ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা, ২০২৪ এবং বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) (২০২২-২০৩৫) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে আগামী ১০ দিনের মধ্যে প্রকাশ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পরিশেষে কর্মশালার সভাপতি পরিকল্পিত ও বাসযোগ্য ঢাকা মহানগরী বিনির্মাণে একযোগে কাজ করার প্রত্যয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দ মো. নুরুল বাসির, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মনজুরুর রহমান প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।