ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদীকে জঙ্গি বলে মন্তব্য করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা।
শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) বিকেলে সোহেল রানা তার নিজ ফেসবুক প্রোফাইলে এমন মন্তব্য পোস্ট করেন।
পোস্টে তিনি লেখেন, “জঙ্গী হাদিকে রিক্সা করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া ছেলেটির কথা শোনেন। সাদিক কায়েমের স্ট্যাটাস পড়েন, গোপালগঞ্জে যাওয়া ভাড়াটিয়া খু*নির আগের বক্তব্য দেখেন। এই কঠিন সমীকরণ মেলানোর জন্য ব্রেইনের দরকার।”
উল্লেখ্য, গতকাল ওসমান হাদী রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোড দিয়ে ব্যাটারিচালিত রিকশায় যাচ্ছিলেন। চলন্ত রিকশাটি ডিআর টাওয়ারের সামনে গেলে এর পাশ ঘেঁষে একটি মোটরসাইকেল আসে। সেই চলন্ত মোটরসাইকেল থেকেই তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ওসমান হাদীকে সংকটাপন্ন অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে তাকে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।




















