ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ও পার্শ্ববর্তী এলাকার দেড় শতাধিক অসহায় শীতার্ত মানুষদের মাঝে উষ্ণবস্ত্র বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’(সিআরসি)।
রবিবার (২১ ডিসেম্বর) বেলা বিকাল ৩ টার দিকে ক্যাম্পাসের ডায়না চত্বরে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
সিআরসির সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি মো শাহীদ কাওসার, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান ও সাধারণ সম্পাদক ফারিহা আঁখি।
সভাপতি নাজমুল হাসান বলেন, “সিআরসি প্রতিনিয়তই সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের নিয়ে কাজ করে। আজকের এই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা শীতার্ত মানুষদেরকে সহযোগিতা করা। শীতার্ত মানুষকে একটু উষ্ণতার চাদরে জড়িয়ে দেওয়া। তারই ফলশ্রুতিতে আমাদের আজকের এই অনুষ্ঠান শীতবস্ত্র বিতরণ।
তিনি আরও বলেন, “আমরা গ্রামের মধ্যে গিয়ে যারা হতদরিদ্র, যাদের কোনো বাসস্থান নাই, যারা এই শীতে প্রাপ্য, যারা এই শীতের কষ্টে ভোগ করছে, তাদের কষ্ট লাঘব করার জন্য তাদের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নিয়ে আমরা দেওয়ার চেষ্টা করেছি।”
উল্লেখ্য, ‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ শ্লোগানকে সামনে রেখে ২০১৬ সাল থেকে ইবিতে সিআরসি’র কার্যক্রম শুরু হয়। পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নানা কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি।




















