জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত পটুয়াখালী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫১ তম আবর্তনের শিক্ষার্থী মোঃ মাইনুদ্দিন হাওলাদার (মঈন)।
২১ ডিসেম্বর (রবিবার) সংগঠনের বর্তমান সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ হাসিবুর রহমান আদর সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে আশিকুর রহমান রাব্বি, জুবায়ের ইসলাম জয়, সাইয়েদা সানজিদা, নাজমুন নাহার নিপাসহ মোট ১০ জন দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ মোস্তাফিজুর রহমান ও অর্পিতা সিকদারসহ ৫ জন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোঃ আসাদুল ইসলাম শফিক, মুইদুল ইসলাম নিবির ও নাদিয়া আক্তার মিম।
এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে অর্পন সমাদ্দার, দপ্তর সম্পাদক হিসেবে মাহি হক রামিম , প্রচার সম্পাদক হিসেবে মেহেদি হাসান মিয়াদ এবং ভর্তি পরীক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ সাব্বির হোসেন দায়িত্ব পালন করবেন। শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে কমিটিতে আরও বিভিন্ন সম্পাদকীয় পদ ও কার্যকারী সদস্য রাখা হয়েছে।




















