ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ Logo ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার ও ইওয়াই-এর যৌথ উদ্যোগের দশ বছর পূর্তি উদযাপন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ইবি ছাত্রদলের স্বাগত মিছিল

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১১:৫৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৬৪ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষ্যে স্বাগত মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছাত্রদলের টেন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিলে নেতা-কর্মীদেরকে ‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে’; ‘২৫ তারিখ সারাদিন, ছাত্রদলের খুশির দিন’; ‘২৫ তারিখ সারাদিন, বাংলাদেশের খুশির দিন’; ‘জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’; ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’; ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

মিছিলটি নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপিপন্থি শিক্ষক সংগঠন ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ইবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী।

সমাবেশে আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “বাংলাদেশের নির্বাচন ইনশাল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারিতেই হবে। কোনো ষড়যন্ত্রই এই নির্বাচন নস্যাৎ করতে পারবে না। দিল্লি বসে বা পিণ্ডি বসে কোনো ষড়যন্ত্রই বাংলাদেশে সফল হবে না। নির্বাচনের তফশিল ঘোষণার পর কিছু মানুষের মুখ কালো হয়ে গেছে। যারা এসব ষড়যন্ত্রে লিপ্ত, তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। মুখ কালো করে তালবাহানা করে কোনো লাভ হবে না।”

তিনি আরও বলেন, “আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় সমবেত হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান দেশে ফিরে এসে গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দেবেন। আমরা গত ১৭ বছর ধরে অন্যায়, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। আমাদের পাঁচ হাজারের বেশি নেতা-কর্মী খুন-গুমের শিকার, দেড় লক্ষ মামলা, ৬০ লক্ষ আসামি করা হয়েছে। তবুও আমরা রাজপথে থেকেছি। তারেক রহমান লন্ডন থেকে আমাদের নেতৃত্ব দিয়ে গেছেন। তিনি আমাদের সাংগঠনিক অভিভাবক।”

জনপ্রিয়

১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার 

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ইবি ছাত্রদলের স্বাগত মিছিল

প্রকাশিত ১১:৫৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষ্যে স্বাগত মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছাত্রদলের টেন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিলে নেতা-কর্মীদেরকে ‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে’; ‘২৫ তারিখ সারাদিন, ছাত্রদলের খুশির দিন’; ‘২৫ তারিখ সারাদিন, বাংলাদেশের খুশির দিন’; ‘জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’; ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’; ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

মিছিলটি নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপিপন্থি শিক্ষক সংগঠন ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ইবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী।

সমাবেশে আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “বাংলাদেশের নির্বাচন ইনশাল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারিতেই হবে। কোনো ষড়যন্ত্রই এই নির্বাচন নস্যাৎ করতে পারবে না। দিল্লি বসে বা পিণ্ডি বসে কোনো ষড়যন্ত্রই বাংলাদেশে সফল হবে না। নির্বাচনের তফশিল ঘোষণার পর কিছু মানুষের মুখ কালো হয়ে গেছে। যারা এসব ষড়যন্ত্রে লিপ্ত, তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। মুখ কালো করে তালবাহানা করে কোনো লাভ হবে না।”

তিনি আরও বলেন, “আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় সমবেত হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান দেশে ফিরে এসে গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দেবেন। আমরা গত ১৭ বছর ধরে অন্যায়, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। আমাদের পাঁচ হাজারের বেশি নেতা-কর্মী খুন-গুমের শিকার, দেড় লক্ষ মামলা, ৬০ লক্ষ আসামি করা হয়েছে। তবুও আমরা রাজপথে থেকেছি। তারেক রহমান লন্ডন থেকে আমাদের নেতৃত্ব দিয়ে গেছেন। তিনি আমাদের সাংগঠনিক অভিভাবক।”