ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন Logo এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস Logo স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ Logo NEIR বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায় Logo হাঁসের মৃত্যুহার কমাতে বাকৃবির ডাক প্লেগ ভ্যাকসিন সিড, প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হস্তান্তর Logo প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে জাবিতে ‘গানের মিছিল’ Logo হাবিপ্রবি শিক্ষার্থীর উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা Logo সাংবাদিক মেরে বহিস্কৃত তিন ইবি শিক্ষার্থী, থাকতে পারবেন না হলেও Logo মানোন্নয়ন নীতিমালা সংস্কার ও বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে জাকসুর স্মারকলিপি Logo উৎসবমুখর পরিবেশে ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে PSOB-এর নির্বাচন সম্পন্ন

বিদায় জানানোর সময় এসেছে : রূপাঞ্জনা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১২:১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ৬ বার পঠিত

ভারতীয় টেলিভিশন ধারাবাহিকের জন্য বেশ পরিচিতি রয়েছে রূপাঞ্জনা মিত্রের। বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান পাকা করে নিয়েছেন অভিনেত্রী। মাঝে মাঝে তাকে নিয়ে চর্চা হলেও এসব কোনোকিছুকেই পাত্তা দেন না তিনি। এরই মধ্যে সামাজিক মাধ্যমে নিজেকে বিদায়ের ঘোষণা দিলেন রূপাঞ্জনা মিত্র। আর তা নিয়ে অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের মাঝে আলোড়ন সৃষ্টি হয়েছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজেকে বিদায় নেওয়া প্রসঙ্গে এক পোস্ট লেখেন অভিনেত্রী। তবে কি সামাজিক মাধ্যম থেকে বিদায় নিচ্ছেন রূপাঞ্জনা? না, আসলে সেটা নয়। ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়াল থেকে এবার বিদায় নিচ্ছেন রূপাঞ্জনা। এই সিরিয়ালের শুরু থেকেই তাকে লাবণ্য সেনগুপ্তের চরিত্রে দেখা যায়। জনপ্রিয়তাও পায় চরিত্রটি, সে থেকেই দর্শকদের কাছে নজর কাড়েন রূপাঞ্জনা।

সদ্যই লাবণ্য হিসেবে শেষ দিনের শ্যুটিং সেরে ফেললেন রূপাঞ্জনা। তা নিয়ে নিজের অনুভূতির কথাই সামাজিক মাধ্যমে লিখলেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন, ‘বিদায় জানাচ্ছি।’

এদিন রূপাঞ্জনা তার লাবণ্য চরিত্রের ছবি পোস্ট করে লেখেন, ‘লাবণ্য সেনগুপ্তকে অন্তরে রেখে এই চরিত্রটাকে বিদায় জানাচ্ছি। টানা ৩ বছর সুন্দরভাবে এই চরিত্রটির মাধ্যমে বেঁচে ছিলাম। লাবণ্য সেনগুপ্ত হয়েই শ্বাস নিয়েছি। তবে এবার চরিত্রটিকে বিদায় জানানোর সময় এসেছে। লাবণ্য শুধু একটা চরিত্র নয়, এটা আমার জীবনের একটা অংশ হয়ে উঠেছিল।’

রূপাঞ্জনা লেখেন, ‘যখন আমি এই চরিত্রটিকে বিদায় জানাচ্ছি, তখন আমি আমার সঙ্গে এই চরিত্রটিকে ধারণ করে চলেছি। এই চরিত্রটির সঙ্গেই আমার অনেক স্মৃতি রয়েছে। আশা রাখি চরিত্রটি সবসময়ের জন্য আপনাদের হৃদয় স্পর্শ করে থাকবে। আমাকে আপনাদের প্রিয় লাবণ্য হতে দেওয়ার জন্যও ধন্যবাদ। লাবণ্য’র মতো চরিত্র চিরকাল আমার আত্মার সঙ্গে জুড়ে থাকবে।’

টেলিভিশন সিরিয়াল ছাড়াও টালিগঞ্জের বেশ কিছু ছবিতেও কাজ করেছেন তিনি। শোবিজে ২৪ বছর ধরে সরব রয়েছেন রুপাঞ্জনা। ২০০০ সালে ‘মিত্র চোখের বলি’ টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে পর্দার যাত্রা শুরু করেন। এর প্রায় ২০ বছর পর সরব হন রাজনীতিতেও; যোগ দেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তে।

জনপ্রিয়

পানিতে ৬০ দিন টিকে থাকার সক্ষমতা ও উজ্জ্বলতম ডিসপ্লে নিয়ে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

বিদায় জানানোর সময় এসেছে : রূপাঞ্জনা

প্রকাশিত ১২:১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

ভারতীয় টেলিভিশন ধারাবাহিকের জন্য বেশ পরিচিতি রয়েছে রূপাঞ্জনা মিত্রের। বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান পাকা করে নিয়েছেন অভিনেত্রী। মাঝে মাঝে তাকে নিয়ে চর্চা হলেও এসব কোনোকিছুকেই পাত্তা দেন না তিনি। এরই মধ্যে সামাজিক মাধ্যমে নিজেকে বিদায়ের ঘোষণা দিলেন রূপাঞ্জনা মিত্র। আর তা নিয়ে অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের মাঝে আলোড়ন সৃষ্টি হয়েছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজেকে বিদায় নেওয়া প্রসঙ্গে এক পোস্ট লেখেন অভিনেত্রী। তবে কি সামাজিক মাধ্যম থেকে বিদায় নিচ্ছেন রূপাঞ্জনা? না, আসলে সেটা নয়। ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়াল থেকে এবার বিদায় নিচ্ছেন রূপাঞ্জনা। এই সিরিয়ালের শুরু থেকেই তাকে লাবণ্য সেনগুপ্তের চরিত্রে দেখা যায়। জনপ্রিয়তাও পায় চরিত্রটি, সে থেকেই দর্শকদের কাছে নজর কাড়েন রূপাঞ্জনা।

সদ্যই লাবণ্য হিসেবে শেষ দিনের শ্যুটিং সেরে ফেললেন রূপাঞ্জনা। তা নিয়ে নিজের অনুভূতির কথাই সামাজিক মাধ্যমে লিখলেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন, ‘বিদায় জানাচ্ছি।’

এদিন রূপাঞ্জনা তার লাবণ্য চরিত্রের ছবি পোস্ট করে লেখেন, ‘লাবণ্য সেনগুপ্তকে অন্তরে রেখে এই চরিত্রটাকে বিদায় জানাচ্ছি। টানা ৩ বছর সুন্দরভাবে এই চরিত্রটির মাধ্যমে বেঁচে ছিলাম। লাবণ্য সেনগুপ্ত হয়েই শ্বাস নিয়েছি। তবে এবার চরিত্রটিকে বিদায় জানানোর সময় এসেছে। লাবণ্য শুধু একটা চরিত্র নয়, এটা আমার জীবনের একটা অংশ হয়ে উঠেছিল।’

রূপাঞ্জনা লেখেন, ‘যখন আমি এই চরিত্রটিকে বিদায় জানাচ্ছি, তখন আমি আমার সঙ্গে এই চরিত্রটিকে ধারণ করে চলেছি। এই চরিত্রটির সঙ্গেই আমার অনেক স্মৃতি রয়েছে। আশা রাখি চরিত্রটি সবসময়ের জন্য আপনাদের হৃদয় স্পর্শ করে থাকবে। আমাকে আপনাদের প্রিয় লাবণ্য হতে দেওয়ার জন্যও ধন্যবাদ। লাবণ্য’র মতো চরিত্র চিরকাল আমার আত্মার সঙ্গে জুড়ে থাকবে।’

টেলিভিশন সিরিয়াল ছাড়াও টালিগঞ্জের বেশ কিছু ছবিতেও কাজ করেছেন তিনি। শোবিজে ২৪ বছর ধরে সরব রয়েছেন রুপাঞ্জনা। ২০০০ সালে ‘মিত্র চোখের বলি’ টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে পর্দার যাত্রা শুরু করেন। এর প্রায় ২০ বছর পর সরব হন রাজনীতিতেও; যোগ দেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তে।