জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ-২০২৬ উপলক্ষে শৃঙ্খলা ব্যবস্থা ও বিশেষ নিরাপত্তায় রাত এগারোটার মধ্যে স্ব-স্ব হলে অবস্থানের নির্দেশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।
কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর রাতে শিক্ষার্থীদের অবশ্যই রাত ১১টার মধ্যে নিজ নিজ আবাসিক হলে অবস্থান করতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে ক্যাম্পাসে যেন কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা বা অনভিপ্রেত ঘটনা না ঘটে, সে লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের প্রতি নির্দেশনা দেয়া হয় যে, হলের ভেতরে বা বাইরে মিছিল, সভা-সমাবেশ, কোন প্রকার উসকানিমূলক বক্তব্য দেয়া যাবে না। কোনো বহিরাগতকে হলে অবস্থান করতে দেয়া যাবে না। পাশাপাশি সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না। ক্যাম্প ফায়ার,মাটির চুলা জ্বালানো, বারবিকিউ পার্টি, ডিজে পার্টি, আতশবাজি, পটকা ফোটানো, মাদকদ্রব্য সেবন, ফানুস ওড়ানো ইত্যাদি থেকে সকলকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এ ধরনের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলাসংক্রান্ত অধ্যাদেশ ২০১৮’ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে নববর্ষ উদযাপনের সময় ক্যাম্পাসে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও নিরাপত্তা শাখাকে নির্দেশনা প্রদান করা হয়।
নির্দেশনায় বলা হয়, ৩১ ডিসেম্বর বিকাল ৪টা থেকে ২ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত বহিরাগত ব্যক্তি, মোটরসাইকেল, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, প্রাইভেট কার এবং স্টিকারবিহীন যানবাহনের ক্যাম্পাসে প্রবেশ বন্ধ থাকবে।
উক্ত সময়ের মধ্যে প্রান্তিক গেইট ব্যতীত অন্য সব গেইট বন্ধ থাকবে এবং সেগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। হল প্রশাসন রাত ১০.৩০টা থেকে স্ব-স্ব হলে অবস্থান করে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন। ৩১ ডিসেম্বর বিকাল ৪টার পূর্বে সকল বহিরাগতকে ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। বটতলাসহ ক্যাম্পাসের অভ্যন্তরীণ দোকানপাট রাত ১০.৩০টার মধ্যে বন্ধ করতে হবে।




















