বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।
মঙ্গলবার ( ৩০ ডিসেম্বর) সন্ধ্যায় জাবিসাসের দপ্তর ও প্রকাশনা সম্পাদক মাহ্ আলম স্বাক্ষরিত এক শোকবার্তায় জাবিসাসের সভাপতি মেহেদী মামুন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন গভীর শোক প্রকাশ করেন।
শোক বার্তায় জাবিসাস নেতৃবৃন্দ বলেন, “বেগম খালেদা জিয়া রাষ্ট্রনায়ক হিসেবে বাংলাদেশের জন্য অনেক অবদান রেখে গেছেন। এছাড়াও দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও গণতান্ত্রিক উত্তরণে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তাঁর প্রয়াণে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো। আমরা তাঁর প্রয়াণে গভীরভাবে শোকাহত।”
নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনসহ শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।




















