ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ Logo ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার ও ইওয়াই-এর যৌথ উদ্যোগের দশ বছর পূর্তি উদযাপন

জাবিতে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া : জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের উদ্যোগে একটি শোক র‍্যালির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, বিভিন্ন ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির এক কেন্দ্রীয় চরিত্রে পরিণত হয়েছেন। রাজনীতির শুরু থেকেই তিনি দেশ ও মানুষকে ধারণ করে এগিয়ে চলেছেন।

তিনি আরও বলেন, দেশের রাজনীতি ও গণমানুষের স্বার্থে বেগম খালেদা জিয়া অসংখ্য ইতিবাচক ভূমিকা রেখেছেন। নীতি-নৈতিকতা, আদর্শ, দেশপ্রেম এবং মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রশ্নে আপসহীন অবস্থান গ্রহণের কারণেই তিনি ‘আপসহীন দেশনেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেছেন। রাষ্ট্রীয় দায়িত্বে থাকাকালে ফারাক্কা বাঁধ, বিহারী সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও আঞ্চলিক ইস্যুতে তিনি দৃঢ় অবস্থান নিয়েছেন এবং সমস্যা সমাধানে সোচ্চার ভূমিকা পালন করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব।

এছাড়াও বক্তব্য দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীন, জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা, বিবর্তন সংসদের উপদেষ্টা অধ্যাপক ড. শামীমা সুলতানা, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. আবেদা সুলতানা, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মনজুর ইলাহী, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুর, মহিলা ক্লাবের সভানেত্রী সহযোগী অধ্যাপক কামরুন নেছা খন্দকার।

এছাড়া জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, এজিএস ফেরদৌস আল হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী মামুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারক, জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক, জাতীয় ছাত্র শক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সংগঠক সোহাগী সামিয়া, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের মুখপাত্র মো. মাহফুজুল ইসলাম মেঘ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের সামনে থেকে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের উদ্যোগে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে জহির রায়হান মিলনায়তনে গিয়ে শেষ হয়।

জনপ্রিয়

১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার 

জাবিতে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত ১১:৪০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া : জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের উদ্যোগে একটি শোক র‍্যালির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, বিভিন্ন ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির এক কেন্দ্রীয় চরিত্রে পরিণত হয়েছেন। রাজনীতির শুরু থেকেই তিনি দেশ ও মানুষকে ধারণ করে এগিয়ে চলেছেন।

তিনি আরও বলেন, দেশের রাজনীতি ও গণমানুষের স্বার্থে বেগম খালেদা জিয়া অসংখ্য ইতিবাচক ভূমিকা রেখেছেন। নীতি-নৈতিকতা, আদর্শ, দেশপ্রেম এবং মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রশ্নে আপসহীন অবস্থান গ্রহণের কারণেই তিনি ‘আপসহীন দেশনেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেছেন। রাষ্ট্রীয় দায়িত্বে থাকাকালে ফারাক্কা বাঁধ, বিহারী সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও আঞ্চলিক ইস্যুতে তিনি দৃঢ় অবস্থান নিয়েছেন এবং সমস্যা সমাধানে সোচ্চার ভূমিকা পালন করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব।

এছাড়াও বক্তব্য দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীন, জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা, বিবর্তন সংসদের উপদেষ্টা অধ্যাপক ড. শামীমা সুলতানা, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. আবেদা সুলতানা, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মনজুর ইলাহী, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুর, মহিলা ক্লাবের সভানেত্রী সহযোগী অধ্যাপক কামরুন নেছা খন্দকার।

এছাড়া জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, এজিএস ফেরদৌস আল হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী মামুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারক, জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক, জাতীয় ছাত্র শক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সংগঠক সোহাগী সামিয়া, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের মুখপাত্র মো. মাহফুজুল ইসলাম মেঘ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের সামনে থেকে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের উদ্যোগে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে জহির রায়হান মিলনায়তনে গিয়ে শেষ হয়।