জন্মদিনের কেক না কেটে বেগম জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মো. রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) মাগরিব বাদ বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে এ দোয়ার আয়োজন করেছেন তিনি। এসময় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
শাখা ছাত্রদলের আহবায়ক সদস্য মোঃ রফিকুল ইসলাম বলেন, আজ জন্মদিন পালন করিনি। আনন্দের পরিবর্তে নিজের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্য দোয়া করেছি। মহান আল্লাহ যেন দেশনেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়নের তাওফিক দান করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য রাসেল মোহাম্মদ, মোঃ সাজ্জাদউল ইসলাম, এস এম তানিম হাসান, হাওলাদার সাইদুল, রাতুলসহ আবাসিক হলের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।




















