ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা মওলানা ভাসানী ব্রিগেড।
রবিবার (৪ জানুয়ারি) দুপুর একটায় মৌন মিছিলটি ক্যাম্পসের শান্ত চত্বর,শহীদ মিনার,বিজ্ঞান অনুষদ,কলা ভবন এড়িয়াসহ বিশ্ববিদ্যালয়ের সকল সড়ক প্রদিক্ষণ করে দ্বিতীয় গেইটে এসে মওলানা ভাসানী বিগ্রেড প্যানেলের পদপ্রার্থীরা বক্তব্য দেন এবং তার মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় মওলানা ভাসানী বিগ্রেড প্যানেলের ভিপি পদপ্রার্থী গৌরব ভৌমিক,জিএস পদপ্রার্থী ইভান তাহসীব,এজিএস পদপ্রার্থী শামসুল আলম মারুফসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
বিক্ষোভে অংশগ্রহণকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে উঠে আসে যুদ্ধবিরোধী ও সাম্রাজ্যবাদবিরোধী নানা বার্তা। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল— “No War on Venezuela”, “Resist US Imperialist Attack on Venezuela”, “US Imperialism Down Down” এবং “Solidarity with Venezuela”।”ভেনেজুয়েলায় হামলা কেন”, জাতিসংঘ জবাব চাই “,”বিশ্ব মানবতার শত্রু,”ট্রাম্প,মোদি,নেতানিয়াহু,” “হাত গোটাও মার্কিন “, ফুরিয়ে গেছে তোদের দিন”,“খাদ্য নয়, বোমা নয়— শান্তি চাই”, “সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধ কর”, “ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষা কর” ও “যুদ্ধ নয়, শান্তি চাই”—সহ আরও বিভিন্ন প্রতিবাদী স্লোগান। এসব বার্তার মাধ্যমে শিক্ষার্থীরা ভেনেজুয়েলার ওপর মার্কিন হামলার বিরুদ্ধে অবস্থান এবং বিশ্ব শান্তির পক্ষে তাদের সুস্পষ্ট অবস্থান তুলে ধরেন।
বিক্ষোভ মিছিলে জবি শাখা মওলানা ভাসানী বিগ্রেড প্যানেলের জিএস পদপ্রার্থী ইভান তাহসীব বলেন,ভেনেজুয়েলায় এরকম আগ্রাসন বিশ্ব মানবতাকে ভূলন্ঠিত করে।এরকম যেকোনো আগ্রাসন আচরণের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।ভেনেজুয়েলা,ফিলিস্তিন ও ইরান উপর যে হামলার ঘটনা ঘটেছে তা আপনার দেশেও হতে পারে।তাই এ হামলার বিষয়ে আওয়াজ তুলুন এবং মার্কিন আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে কথা বলুন।
জবি মওলানা ভাসানী বিগ্রেড প্যানেলের এজিএস পদপ্রার্থী শামসুল আলম মারুফ বলেন, আপনারা জানেন বেনু জুয়েল এর মত একটি স্বাধীন দেশে মার্কিন সেনাবাহিনী দ্বারা বোমাবর্ষণ ও আতর্কিত হামলা চালায় এবং প্রেসিডেন্ট কে আটক করে নিয়ে যায় মার্কিন সেনাবাহিনী। এই সময়ে এসে আমেরিকার মত একটি সাম্রাজ্যবাদী দেশ আরেক দেশের সার্বভৌমত্বের উপর আক্রমণ করছে এবং স্বাধীনতা হরণ করছে।এজন্য আমারা একত্র হয়ে সাম্রাজ্যবাদী দেশের বিরুদ্ধে সোচ্চার না হই তাহলে এমন ঘটনা আমাদের দেশেও ঘটতে পারে।মওলানা ভাসানী বিগ্রেড প্যানেলের পক্ষ থেকে প্রতিটি হামলা ও প্রেসিডেন্টকে আটক এবং সেদেশের মানুষের নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।




















