ঢাকা ০২:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার Logo শুধু নিয়ন্ত্রন নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব  Logo নির্বাচনকালীন গুজব ও অপপ্রচার মোকাবেলায় সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ Logo ইউনিলিভার, যুক্তরাজ্য সরকার ও ইওয়াই-এর যৌথ উদ্যোগের দশ বছর পূর্তি উদযাপন

ইবি ক্যাম্পাসে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের পেরেক অপসারণ অভিযান

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১০:০৪:১২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৮৩ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের উদ্যোগে গাছ থেকে পেরেক অপসারণ অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (১২জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর ও ঝাল চত্বর সংলগ্ন এলাকায় এ অভিযান চালায় সংগঠনটি। এসময় সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমনের নেতৃত্বে বিভিন্ন গাছে ব্যানার-ফেস্টুন স্থাপনে ব্যবহৃত কাটা ও পেরেক উত্তোলন ও অপসারণ করে সংগঠনটির সদস্যবৃন্দ।

কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয় স্টেট অফিসের সাথে কথা বলে তারা অনতিবিলম্বে ক্যাম্পাসের অভ্যন্তরে গাছের মধ্যে পেরেক মেরে ব্যানার, পোস্টার লাগানো নিষিদ্ধ করার আহ্বান জানান।

সংগঠনটির সভাপতি মো: ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন “আমরা মানুষ হয়ে ভুলে যাই গাছেরও জীবন আছে। পেরেক বা তারকাটা ঢোকানোর ফলে গাছের ছাল ও ভেতরের টিস্যু কেটে যায়। মানুষের শরীরে যেমন ক্ষতের সৃষ্টি হয় গাছেরও ঠিক এমনটিই হয়। ওই ক্ষত জায়গা দিয়ে ছত্রাক, ব্যাকটেরিয়া ও পোকা সহজে ঢুকে গাছকে ধীরে ধীরে অসুস্থ করে তোলে। গাছের ভেতরের নালীগুলো যেগুলো দিয়ে পানি ও খাদ্য চলে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় ফলে গাছ দুর্বল হয়ে যায়। পেরেক মারা হলে গাছের বৃদ্ধি কমে যায়, পাতা ঝরে পড়ে এবং একসময় গাছ মারা যেতে পারে। গাছের গায়ে ব্যানার, পোস্টার, পেরেক থাকলে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয় এবং পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়। ক্যাম্পাসের অভ্যন্তরে গাছের মধ্যে সকল ব্যানার, পোস্টার লাগানো নিষিদ্ধ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাই।”

জনপ্রিয়

১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার 

ইবি ক্যাম্পাসে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের পেরেক অপসারণ অভিযান

প্রকাশিত ১০:০৪:১২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের উদ্যোগে গাছ থেকে পেরেক অপসারণ অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার (১২জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর ও ঝাল চত্বর সংলগ্ন এলাকায় এ অভিযান চালায় সংগঠনটি। এসময় সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমনের নেতৃত্বে বিভিন্ন গাছে ব্যানার-ফেস্টুন স্থাপনে ব্যবহৃত কাটা ও পেরেক উত্তোলন ও অপসারণ করে সংগঠনটির সদস্যবৃন্দ।

কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয় স্টেট অফিসের সাথে কথা বলে তারা অনতিবিলম্বে ক্যাম্পাসের অভ্যন্তরে গাছের মধ্যে পেরেক মেরে ব্যানার, পোস্টার লাগানো নিষিদ্ধ করার আহ্বান জানান।

সংগঠনটির সভাপতি মো: ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন “আমরা মানুষ হয়ে ভুলে যাই গাছেরও জীবন আছে। পেরেক বা তারকাটা ঢোকানোর ফলে গাছের ছাল ও ভেতরের টিস্যু কেটে যায়। মানুষের শরীরে যেমন ক্ষতের সৃষ্টি হয় গাছেরও ঠিক এমনটিই হয়। ওই ক্ষত জায়গা দিয়ে ছত্রাক, ব্যাকটেরিয়া ও পোকা সহজে ঢুকে গাছকে ধীরে ধীরে অসুস্থ করে তোলে। গাছের ভেতরের নালীগুলো যেগুলো দিয়ে পানি ও খাদ্য চলে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় ফলে গাছ দুর্বল হয়ে যায়। পেরেক মারা হলে গাছের বৃদ্ধি কমে যায়, পাতা ঝরে পড়ে এবং একসময় গাছ মারা যেতে পারে। গাছের গায়ে ব্যানার, পোস্টার, পেরেক থাকলে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয় এবং পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়। ক্যাম্পাসের অভ্যন্তরে গাছের মধ্যে সকল ব্যানার, পোস্টার লাগানো নিষিদ্ধ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাই।”