জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্বেচ্ছাসেবী সংগঠন তরীর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ই জানুয়ারি) বিকেল ৪টায় সমাজবিজ্ঞান অনুষদের সামনে তরী চত্ত্বরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় সংগঠিনটি প্রায় দেড় শতাধিক শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করে।
বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন ‘তরী’র উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম।
এ সময় তিনি বলেন, ” এই শীতে কম্বল বিতরণের জন্য তরীর পাশাপাশি সাউথব্রিজ হাউজিং লিমিটেডকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার বিশ্বাস যারা মানবিক দৃষ্টিকোণ থেকে ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করতে চায় ‘তরী’ সেক্ষেত্রে বড় একটি প্লাটফর্ম।”
অসহায়-সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় অন্যান্য সংগঠনকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এছাড়াও তরীর যেকোনো প্রয়োজনে সব সময় পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।
সংগঠনটির সভাপতি জহিরুল ইসলাম (বোটানি ৫০ তম আবর্তন) বলেন “প্রতিবছরের ন্যায় এবছরেও সুবিধাবঞ্চিত শিশুদের শীতবস্ত্র বিতরণের আয়োজন করতে পেরেছি। শিক্ষা-সামগ্রী সহ শিশুদের বিভিন্ন প্রয়োজনে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করি। পরবর্তীতেও এমন আরো বেশি বেশি উদ্যোগের চেষ্টা থাকবে আমাদের।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান। তিনি তরীর এমন উদ্যোগের জন্য প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাকসুর পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো. সাফায়েত মীর, তরীর সাধারণ সম্পাদক সেজানুর রহমান সহ তরীর অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২০০৮ সালের ২৯ এপ্রিল ছিন্নমূল ও গরীব শিশুদের পাঠদানের উদ্দেশ্যে তরী প্রতিষ্ঠা করেন। “আলোর পথে আমরা” – এই স্লোগানকে সামনে নিয়ে সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।



















