হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। বাংলা মাস মাঘের শুক্লপক্ষের নবম তিথিতে পালিত এই উৎসব বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে এই পূজার আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীরা রঙিন আলপনা ও নকশায় পূজামণ্ডপ সাজিয়ে তোলে। পূজা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসবে হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করে বিদ্যার দেবী সরস্বতীর পূজা অর্চনা করেন। পূজার আনুষ্ঠানিকতা ও শাস্ত্রপাঠ পরিচালনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক পার্থ প্রতীম চক্রবর্তী।
এ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার নিকটবর্তী সবুজ চত্বরে ‘বাণী অর্চনা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড এম এয়াকুব আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড অরবিন্দ সাহা। এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বৈষ্ণব কুল তিলক ভক্তপ্রবর মিহির ঘোষ।
ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “অনেকে মনে করেন ইসলামী বিশ্ববিদ্যালয় কেবল ইসলামি সংস্কৃতির চর্চা করে। কিন্তু এই বিশ্ববিদ্যালয় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে শিক্ষার্থী হিসেবে সমানভাবে মূল্যায়ন করে। ইবিতে সকল ধর্মের মানুষ তাদের নিজস্ব ধর্ম স্বাধীনভাবে পালন করে।”



















