গুমের শিকার পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পাশাপাশি গুম প্রতিরোধে আইন করার পরিকল্পনা সরকার করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ শুক্রবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানে ‘অধিকার এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স’ আয়োজিত অষ্টম কংগ্রেসে দেওয়া বক্তব্যে এ কথা জানান তিনি।
আসিফ নজরুল বলেন, সরকারের সক্ষমতার ঘাটতি থাকলেও আন্তরিকতা কমতি নেই। ফলে দেরিতে হলেও, যারা গুমের সঙ্গে যুক্ত তাদের শেষ দেখা হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
