Ovijatra
ঢাকাWednesday , 27 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে কবি নজরুল কলেজে গায়েবানা জানাজা

Link Copied!

চট্টগ্রাম আদালতের আইন কর্মকর্তা ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীরা গায়েবানা জানাজা আদায় করেন।

বুধবার (২৭ নভেম্বর) জোহরের নামাজ শেষে কবি নজরুল কলেজ কেন্দ্রীয় মসজিদের সামনে গায়েবানা জানাজা আদায় করা হয়।এসময় জানাজায় বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জানাজা শেষে ক্ষোভ প্রকাশ করে প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী নোমান বলেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা ভাই ভাই। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ। কারো উসকানি বা ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। কোনো সাম্প্রদায়িক দাঙ্গায় আমরা যাবো না।আমরা সম্প্রীতি ধরে রাখবো।পতিত স্বৈরাচারের দোসররা অর্ন্তবর্তী সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র চালাচ্ছে। আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ অনলাইনে ইসকনের কার্যক্রমকে উসকে দিচ্ছে।সামপ্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।আমরা সবাই সতর্ক থাকবো।সকল ষড়যন্ত্র রুখে দিবো। আইনজীবী সাইফুল হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

সালমান নামের আরেক শিক্ষার্থী বলেন, ইসকনের
দুষ্কৃতকারীরা মসজিদে হামলা করে,আইনজীবীদের উপর হামলা করে। আইনজীবী সাইফুল ভাইকে নির্মমভাবে হত্যা করে। আমরা এ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
শেখ হাসিনা কোনো কূটকৌশল করে ইসকনের মাধ্যমে বাংলাদেশে আসতে পারবে না।ছাত্রদের মাধ্যমে অর্জিত নতুন স্বাধীনতা ব্যর্থ হতে দেওয়া যাবে না।জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আইনজীবী সাইফুল হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।ইসকন একটি জঙ্গি সংগঠন। এটি নিষিদ্ধ করতে হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।