চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে নুরে আলম সিদ্দিকীকে আহবায়ক এবং ফরহাদ হোসাইনকে সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে ফারুক খানকে মনোনীত করে ২৫ সদস্যের নতুন এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৩ মাসের জন্য এই আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছে উপদেষ্টারা ।
রবিবার (১ ডিসেম্বর) সংগঠনের উপদেষ্টা পরিষদের সর্বসম্মতিক্রমে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত কমিটির ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেন ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো: নুরুল্লাহ।
কমিটির বিষয়ে আহবায়ক নুরে আলম ছিদ্দিকী বলেন, আমার উপর যে দায়িত্ব অর্পন করা হয়েছে তা সঠিকভাবে পালন করবো।শিক্ষার্থীদের কল্যানে, শিক্ষার্থীদের প্রয়োজন আছে এমন কিছু প্রজেক্ট হাতে নেওয়ার পরিকল্পনা আছে। সাবেক ও বর্তমান সকলকে সাথে নিয়ে চাঁদপুর জেলা ছাত্রকল্যান পরিষদ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগঠনটিকে সামনে এগিয়ে নিয়ে যাবো। সকলের সহযোগিতা ও সমর্থন নিয়ে আমরা ভালো কিছু উপহার দিব।
সদস্য সচিব ফরহাদ হোসাইন বলেন, চাঁদপুর জেলা ছাত্রকল্যান পরিষদের উপদেষ্টা পরিষদ ও সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ।আমার উপর অর্পিত দায়িত্ব বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করছি ।গতানুগতিক ধারা থেকে বের হয়ে নতুনভাবে ছাত্রদের কল্যাণে কাজ করতে চাই। সাবেক ও বর্তমানদের সাথে নিয়ে সকলের কাছে একটি সুসংগঠিত ও কল্যাণমূলক সংগঠন উপহার দিবো ইনশাআল্লাহ ।
