ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির Logo কুবিতে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও মিলনমেলা Logo ঢাকেবির অধ্যাদেশের পক্ষে চার ছাত্র সংগঠনের সংহতি প্রকাশ Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার

আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: নুর

  • News Section
  • প্রকাশিত ০৯:১৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • ৪৯ বার পঠিত

আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক (নুর)। কিন্তু আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশে যে ফ্যাসিবাদ কায়েম করেছে, সেটার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তিনি।

আজ শুক্রবার রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় এক সভায় নুরুল হক এ কথা বলেন। জুলাই-আগস্টে ছাত্র–জনতার আন্দোলনে আহত ব্যক্তিদের সুস্থতা কামনা ও শহীদদের স্মরণে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর মিরপুর জোন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সভায় নুরুল হক বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে আওয়ামী লীগ দেশকে ভারতের তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই যেন এক থাকতে পারি…আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপস চলবে না। গণ-অভ্যুত্থানের পর সবাই নিজ নিজ কাজে ফিরে গেছে; কিন্তু পরাজিত শক্তি যেকোনো সময় ফিরে আসতে পারে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।’

বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমগুলো পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে গণ অধিকার পরিষদের এই শীর্ষ নেতা বলেন, হিন্দু ভাইদের ওপর নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে—এর চেয়ে নির্লজ্জ মিথ্যাচার আর হতে পারে না। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়েছে। একদিকে অপপ্রচার, অন্যদিকে হামলা—এসব করে ভারত যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চাইছে। তিনি বলেন, ‘…আমরা বলছি, দুই দেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। তাহলে ভারত কেন বিরূপ আচরণ করছে? পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানকারী বাংলাদেশিদের বলব, আপনারা এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবদুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিমউদ্দীন, সাধারণ সম্পাদক নুরুল করিম প্রমুখ।

জনপ্রিয়

সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির

আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: নুর

প্রকাশিত ০৯:১৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক (নুর)। কিন্তু আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশে যে ফ্যাসিবাদ কায়েম করেছে, সেটার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তিনি।

আজ শুক্রবার রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় এক সভায় নুরুল হক এ কথা বলেন। জুলাই-আগস্টে ছাত্র–জনতার আন্দোলনে আহত ব্যক্তিদের সুস্থতা কামনা ও শহীদদের স্মরণে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর মিরপুর জোন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সভায় নুরুল হক বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে আওয়ামী লীগ দেশকে ভারতের তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই যেন এক থাকতে পারি…আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপস চলবে না। গণ-অভ্যুত্থানের পর সবাই নিজ নিজ কাজে ফিরে গেছে; কিন্তু পরাজিত শক্তি যেকোনো সময় ফিরে আসতে পারে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।’

বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমগুলো পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে গণ অধিকার পরিষদের এই শীর্ষ নেতা বলেন, হিন্দু ভাইদের ওপর নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে—এর চেয়ে নির্লজ্জ মিথ্যাচার আর হতে পারে না। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়েছে। একদিকে অপপ্রচার, অন্যদিকে হামলা—এসব করে ভারত যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চাইছে। তিনি বলেন, ‘…আমরা বলছি, দুই দেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। তাহলে ভারত কেন বিরূপ আচরণ করছে? পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানকারী বাংলাদেশিদের বলব, আপনারা এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবদুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিমউদ্দীন, সাধারণ সম্পাদক নুরুল করিম প্রমুখ।