ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির Logo কুবিতে মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও মিলনমেলা Logo ঢাকেবির অধ্যাদেশের পক্ষে চার ছাত্র সংগঠনের সংহতি প্রকাশ Logo ১৮ স্কুলের অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ইবিস্থ ফুলকুঁড়ি তারারমেলার উষ্ণবস্ত্র উপহার  Logo সরস্বতীপূজার ব্যানার ‘ভুলবশত’ খুলে ফেলেন, দাবি জাবি কর্মচারীর Logo জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ‘তরী’র শীতবস্ত্র বিতরণ  Logo জাবিস্থ মাদারীপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে রিমন-জাহিদ Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সোমবার শিক্ষার্থীদের গণজমায়েত Logo র‌্যাব-১০ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক Logo জাবিতে ‘তারুণ্যের চোখে আগামী নির্বাচন ও গণভোট’ শীর্ষক সেমিনার

ঢাকা মহানগর মহিলা কলেজে মহান বিজয় দিবস উদযাপিত

Screenshot

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মহানগর মহিলা কলেজে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। পরে, কলেজের অডিটোরিয়ামে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার মূল বিষয়বস্তু ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং বর্তমান প্রজন্মের জন্য এর গুরুত্ব।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগের গল্প তুলে ধরে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

শিক্ষার্থীরা বলেন, আমাদের স্বপ্ন একটি বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে প্রতিটি মানুষ তাদের অধিকার ও মর্যাদা নিয়ে বাঁচবে। বিজয়ের চেতনা আমাদের প্রতিদিনের প্রেরণা হোক। দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে জাতির ঐক্য গড়ে তুলবে একটি পূর্ণাঙ্গ, স্বপ্নের বাংলাদেশ।

আলোচনা সভার পর এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা গান ও নৃত্যের মাধ্যমে মুক্তিযুদ্ধের গল্প ফুটিয়ে তোলে। এছাড়া কলেজ মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঢাকা মহানগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমত আরা, কলেজের সকল বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকমন্ডলী, সাধারণ শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজয় দিবস উদযাপনের এ আয়োজন তরুণ প্রজন্মকে দেশপ্রেম এবং ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি মহান বিজয় দিবসের লক্ষ্য ও তাৎপর্য বর্তমান প্রজন্মের কাছে প্রেরণার উৎস হিসেবে ধরা দেবে এমন প্রত্যাশা জানান বক্তারা।

জনপ্রিয়

সাত কলেজের সংকট নিরসনে অধ্যাদেশই একমাত্র সমাধান: কবি নজরুল কলেজ ছাত্রশিবির

ঢাকা মহানগর মহিলা কলেজে মহান বিজয় দিবস উদযাপিত

প্রকাশিত ১০:৩৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মহানগর মহিলা কলেজে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। পরে, কলেজের অডিটোরিয়ামে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার মূল বিষয়বস্তু ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং বর্তমান প্রজন্মের জন্য এর গুরুত্ব।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগের গল্প তুলে ধরে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

শিক্ষার্থীরা বলেন, আমাদের স্বপ্ন একটি বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে প্রতিটি মানুষ তাদের অধিকার ও মর্যাদা নিয়ে বাঁচবে। বিজয়ের চেতনা আমাদের প্রতিদিনের প্রেরণা হোক। দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে জাতির ঐক্য গড়ে তুলবে একটি পূর্ণাঙ্গ, স্বপ্নের বাংলাদেশ।

আলোচনা সভার পর এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা গান ও নৃত্যের মাধ্যমে মুক্তিযুদ্ধের গল্প ফুটিয়ে তোলে। এছাড়া কলেজ মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঢাকা মহানগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমত আরা, কলেজের সকল বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকমন্ডলী, সাধারণ শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজয় দিবস উদযাপনের এ আয়োজন তরুণ প্রজন্মকে দেশপ্রেম এবং ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি মহান বিজয় দিবসের লক্ষ্য ও তাৎপর্য বর্তমান প্রজন্মের কাছে প্রেরণার উৎস হিসেবে ধরা দেবে এমন প্রত্যাশা জানান বক্তারা।