Ovijatra
ঢাকাSunday , 22 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

বাস সংকটে যাতায়াত ভোগান্তি বাঙলা কলেজ শিক্ষার্থীদের

Link Copied!

ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বাঙলা কলেজ, ভাষার জন্য প্রতিষ্ঠিত এই কলেজে শিক্ষার্থীদের সংখ্যা অত্যধিক হলেও, শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা এখনও সঠিকভাবে গড়ে ওঠেনি। কলেজে যাতায়াতের জন্য মাত্র দুটি বাস থাকায় প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থীকে যাতায়াতের ভোগান্তি সইতে হচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগ,  সমস্যা নিয়ে বহুবার কলেজ প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও, বাসের সংখ্যা বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শিক্ষার্থীদের জন্য বাস সংখ্যা বৃদ্ধি একটি অতি গুরুত্বপূর্ণ দাবিতে পরিণত হয়েছে।

২০২২ সালের ২২ অক্টোবর, বাঙলা কলেজের বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং থার্মেক্স গ্রুপের এমডি, শিল্পপতি আবদুল কাদির মোল্লা শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ৪-৬টি বাস দেওয়ার প্রতিশ্রুতি দেন, তবে তা বাস্তবায়িত হয়নি। ফলে, বাস সংকটের কারণে প্রতিদিন শিক্ষার্থীরা নানা ধরনের সমস্যা এবং ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।

এ বিষয়ে বাঙলা কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আব্দুল মমিন জিহাদী বলেন, লোকাল বাসে যাতায়াতের কারণে আমরা অনেক সময় সময়মতো ক্লাসে পৌঁছাতে পারি না। এর উপর বাসগুলো হাফ ভাড়া নিতে চায় না, ফলে আমাদের আরো সমস্যা হয়।

অন্যদিকে, শিক্ষার্থী আবু মাহফুজ শুভ বলেন, পরীক্ষার সময় আমাদের সমস্যা আরও বেড়ে যায়। সময়মতো পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোও কঠিন হয়ে পড়ে। অনেক সময় লোকাল বাসগুলো আমাদের নিতে চায় না।

এ বিষয়ে সরকারি বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খান রাকিব বলেন, যাতায়াত সমস্যা শুধু শিক্ষার্থীদের জন্য নয়, এটি পুরো কলেজের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাস সংকটের সমাধান শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য নয়, বরং প্রতিষ্ঠানের সামগ্রিক পরিবহন ব্যবস্থাকে আরো কার্যকরী করার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমস্যা সমাধান হলে, শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় আরো মনোযোগী হতে পারবে, এবং সময়মতো ক্লাসে পৌঁছাতে পারবে, যা তাদের একাডেমিক কর্মক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।

সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বাস সংকটের সমাধান চেয়ে আসছে। শিক্ষার্থীদের মতে, বাসের সংখ্যা বাড়ানো হলেই তাদের যাতায়াতের ভোগান্তি অনেকাংশে কমে যাবে। সাধারণ শিক্ষার্থীদের এই দাবির দ্রুত বাস্তবায়ন প্রয়োজন, যা তাদের শিক্ষা জীবনের জন্য একটি বড় সহায়ক হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।