Ovijatra
ঢাকাSaturday , 21 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

যবিপ্রবি ইনডোর ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন টিম ‘জাস্ট অ্যালামনাই’

Link Copied!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) যবিপ্রবি স্পোর্টস ক্লাবের আয়োজিত ‘ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪’-এর ফাইনাল ম্যাচ এবং সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের টিম ‘হিট এক্সচেঞ্জার’-কে ৩০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় যবিপ্রবি এলামনাইদের টিম ‘জাস্ট অ্যালামনাই’।

শনিবার (২১ ডিসেম্বর) যবিপ্রবি শেখ রাসেল জিমনেসিয়ামে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের টিম ‘হিট এক্সচেঞ্জার’ এবং যবিপ্রবি এলামনাইদের টিম ‘জাস্ট অ্যালামনাই’-এর মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনালে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ‘জাস্ট অ্যালামনাই’। নির্ধারিত ওভারে ১৬১ রান সংগ্রহ করে তারা। জবাবে, নির্ধারিত ওভারে ১৩১ রানে থামে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের টিম ‘হিট এক্সচেঞ্জার’-এর ইনিংস। ফলে ৩০ রানের ব্যবধানে জয় পায় ‘জাস্ট অ্যালামনাই’।

উক্ত টুর্নামেন্টে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ‘জাস্ট অ্যালামনাই’ দলের শিশির আহমেদ। আর পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. তানভীর রহমান।

ফাইনাল খেলা শেষে বিজয়ী টিম ‘জাস্ট অ্যালামনাই’-এর হাতে ৭ হাজার টাকা প্রাইজমানি এবং রানার্সআপ টিম ‘হিট এক্সচেঞ্জার’-এর হাতে ৪ হাজার টাকা প্রাইজমানি তুলে দেন যবিপ্রবির প্রক্টর ড. ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসাইন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।