Ovijatra
ঢাকাWednesday , 8 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও পরিবেশ
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. টপ নিউজ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সবশেষ খবর

কবি নজরুল কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কম্বল বিতরণ

Link Copied!

শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে কবি নজরুল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ২২-২৩ সেশনের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক, লক্ষ্মীবাজার ও কলেজ ক্যাম্পাসের আশেপাশের এলাকায়  শিক্ষার্থীদের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।

এ সময় রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স ২২-২৩ সেশনের শিক্ষার্থীসহ অন্যান্য ছাত্ররা  উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

শিক্ষার্থী রাকিব হাওলাদার বলেন, শীতের আমরা প্রায়ই দেখে থাকি অসহায় দুস্থ মানুষেরা রাতের বেলা রাস্তায় শীতের পোশাক বিহীন শুয়ে থাকে এগুলো আমাদের হৃদয়ে লেগেছে। তার প্রেপ্রেক্ষিতে আমাদের এই প্রয়াস। সমাজের সচ্ছল মানুষের উচিত এভাবে মানবতার কল্যাণে এগিয়ে আসা।

সাইদ জুবায়ের বলেন, দিন দিন শীতের প্রকোপ বাড়তেছে। গভীর রাতে রাস্তার পাশে একটু উষ্ণতার জন্য হাহাকার করছে দরিদ্র মানুষেরা। তাই আমাদের এই মানবিক সিদ্ধান্ত। সমাজের এই বঞ্চিত পথশিশুদের পাশে এগিয়ে আসার চিন্তা থেকেই আমাদের এই উদ্যোগ। আমরা আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে কয়েকজন পথ শিশুকে সহযোগিতা করতে পেরেছি। আমাদের এ কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।